প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৬:৩৬ পিএম প্রিন্টের তারিখ: মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯ আষাঢ় ১৪৩২

দুমকি থানার সাবেক পুলিশ কর্মকর্তার বাসায় দুঃসাহসিক চুরি

দুমকি থানার সাবেক পুলিশ কর্মকর্তার বাসায় দুঃসাহসিক চুরি
জাকির হোসেন

জাকির হোসেন

দমকী ও পবিপ্রবি(পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়,  থানা ভবন সংলগ্ন সাবেক অফিসার ইনচার্জ এর বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র গেটের তালা ভেঙে বাসায় প্রবেশ করে আলমিরা ও ওয়ারড্রব ভেঙে ২৫ হাজার টাকা নগদ এবং চার ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।


ঘটনাটি ঘটেছে  বুধবার (১৩ আগস্ট) দুপুরে, দুমকি থানার সাবেক  (ওসি) মো. শাহনেওয়াজের পাঁচতলা ভবনের চতুর্থ তলায়। বর্তমানে সিলেট রেঞ্জে কর্মরত শাহনেওয়াজের স্ত্রী শাহনাজ বেগম জানান, পাঁচ-ছয় দিন আগে তারা সপরিবারে ঢাকায় যান এবং বাসাটি তালাবদ্ধ রেখে যান। বুধবার সকালে দুমকি ফিরে এসে তারা বাসার দরজা খোলা দেখতে পান। ভেতরে প্রবেশ করে আলমিরা ও ওয়ারড্রব ভাঙা এবং মালামাল ওলট-পালট অবস্থায় দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন।


শাহনাজ বেগম আরও জানান, পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়াদের ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি। পরে জানা যায়, তৃতীয় তলায় বসবাসরত ভাড়াটিয়াদের ফ্ল্যাটের দরজা বাইরে থেকে আটকে দেওয়া হয়েছিল। চোরচক্র আলমিরা ও ওয়ারড্রব ভেঙে ২৫ হাজার টাকা নগদ ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।


থানা ভবনের কাছাকাছি এমন চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা থানার পাশেই এমন দুঃসাহসিক চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে দুমকি থানার অফিসার ইন চার্জ মো. জাকির হোসেন জানান, তিনি অফিসের কাজে বাইরে রয়েছেন। ঘটনাস্থল পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকঃ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস : বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন