

রিফাত আলী
সিলেট বিভাগীয় প্রতিনিধিপাবনার বেড়া উপজেলায় একটি সেপটিক ট্যাংকের শাটার খোলার সময় বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বেড়া পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাহেজ উদ্দিনের বাড়িতে সম্প্রতি নির্মিত সেপটিক ট্যাংকের কাজ শেষ হওয়ার পর নির্মাণসামগ্রী সরানোর সময় দুর্ঘটনাটি ঘটে। মৃত্যুবরণকারী দুই শ্রমিক হলেন হাতিগাড়া এলাকার সজিব (৩৩) ও মস্তাকিন (২১)। এ সময় আরেক শ্রমিক রবিউল ইসলাম গুরুতর আহত হয়ে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বেড়া মডেল থানার ওসি অলিউর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের উপস্থিতি সম্পর্কে না জেনেই শ্রমিকরা কাজ শুরু করলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নির্মাণকাজের সময় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। তারা দাবি করেন, নির্মাণ শ্রমিকদের জন্য পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম প্রদান এবং নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ ধরনের দুর্ঘটনা রোধে নির্মাণস্থলে নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন স্থানীয় প্রশাসন। পাশাপাশি মৃত শ্রমিকদের পরিবার ও আহত ব্যক্তির চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।