প্রকাশের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ১১:০৩ এএম প্রিন্টের তারিখ: মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯ আষাঢ় ১৪৩২

গ্যারান্টি দিয়ে বলছি, ঘোষিত সময়েই নির্বাচন হবে – রাশেদ

গ্যারান্টি দিয়ে বলছি, ঘোষিত সময়েই নির্বাচন হবে – রাশেদ
ফাহিম সরকার

ফাহিম সরকার

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময়সূচি অনুযায়ীই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাতে তার ফেসবুক পোস্টে তিনি দৃঢ়তার সাথে বলেন, "আমি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি যে, ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে। কোনো প্রকার বিলম্ব বা টালবাহানার সুযোগ নেই।"

তার পোস্টে আরও উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা ছাত্র সংগঠনগুলোর দল গঠনের জন্য পর্যাপ্ত সময় দিলেও চলমান বিতর্কগুলো প্রশাসনিক মহলে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে। রাশেদ খানের মতে, "প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা এখন আর কোনো অতিরিক্ত দায় নিতে ইচ্ছুক নন। তারা ঐকমত্যের ভিত্তিতে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে সময়মতো নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করতে চান।"

তিনি সতর্ক করে দিয়ে বলেন, "কিছু মহল নির্বাচন বাধাগ্রস্ত করতে ১/১১-এর মতো পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে। কিন্তু যতই ষড়যন্ত্র হোক না কেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি ড. ইউনূসের অঙ্গীকার, যা তিনি রক্ষা করবেন।"

রাশেদ খান রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দেন, "অযথা সময় নষ্ট না করে মাঠপর্যায়ে গিয়ে জনগণের সাথে যোগাযোগ বাড়ানো উচিত। নির্বাচন বন্ধের চেষ্টা করলে শুধু নিজেদেরই ক্ষতি হবে।"

এর আগে ঝিনাইদহে এক আলোচনা সভায় রাশেদ খান কঠোর ভাষায় বলেন, "শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল ও শামীম ওসমানসহ যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। প্রয়োজনে আরও ১০টি ট্রাইব্যুনাল গঠন করতে হবে। টাকার অভাব হলে জনগণই অর্থ যোগাবে।"

তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, "ফ্যাসিবাদী শক্তির সম্পূর্ণ উৎখাত হয়নি। কিছু আমলা ও সুবিধাভোগী গোষ্ঠী এখনও পুরনো ব্যবস্থার সুবিধা নিচ্ছে। এ কারণে সরকার এক বছরেও উল্লেখযোগ্য সংস্কার দেখাতে পারেনি।"

এনসিপি দলকে কটাক্ষ করে তিনি বলেন, "টিআইবি প্রধান যাদের কিংস পার্টি বলেছেন, সেই দলটি সরকারি পৃষ্ঠপোষকতা পাচ্ছে। দু'জন এনসিপি সমর্থিত উপদেষ্টা থাকা সত্ত্বেও তারা সরকারের সমালোচনা করছেন।"


সম্পাদকঃ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস : বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন