প্রকাশের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৯:৫৩ এএম প্রিন্টের তারিখ: মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯ আষাঢ় ১৪৩২

ইউকেএম থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন প্রধান উপদেষ্টা

ইউকেএম থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন প্রধান উপদেষ্টা
তানভীর আহমেদ

তানভীর আহমেদ

রংপুর বিভাগীয় প্রতিনিধি

মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম) সমাজসেবা ও অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করেছে। গত বুধবার কুয়ালালামপুরের ইউকেএম অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে এই সম্মাননা গ্রহণ করেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সামাজিক ব্যবসার ধারণা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ড. ইউনূসের যুগান্তকারী ভূমিকার প্রতি শ্রদ্ধা জানাতেই এই সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে চ্যান্সেলর ড. ইউনূসের কর্মময় জীবনকে আধুনিক অর্থনীতির মাইলফলক হিসেবে আখ্যায়িত করেন। এরপর লাল গালিচা সংবর্ধনা ও সনদ হস্তান্তর অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ড. ইউনূস তার বক্তব্যে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, "যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে তরুণ সমাজের সৃজনশীলতাই সবচেয়ে বড় সম্পদ।" এ সময় মালয়েশিয়ার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, গবেষক এবং বাংলাদেশি প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

সফরসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ড. ইউনূস মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এতে তিনি প্রবাসী আয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, "প্রবাসীদের অক্লান্ত পরিশ্রম ও রেমিট্যান্সের ফলে বাংলাদেশের অর্থনীতি সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।" তিনি আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করার কথা পুনর্ব্যক্ত করেন।

বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনায় ড. ইউনূস মালয়েশিয়ান বিনিয়োগকারীদের কাছ থেকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আশাবাদী প্রতিক্রিয়া পাওয়ার কথা জানান। এছাড়া তিনি অবৈধ অভিবাসন রোধে প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধ পন্থায় কর্মসংস্থানের জন্য পরামর্শ দেন।

উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ড. ইউনূস বর্তমানে তিন দিনের রাষ্ট্রীয় সফরে রয়েছেন। এই সফরে তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সহযোগিতা করছেন।


সম্পাদকঃ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস : বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন