প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৮:৫০ পিএম প্রিন্টের তারিখ: মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯ আষাঢ় ১৪৩২

আমাদের বিরুদ্ধে চলছে পরিকল্পিত মিথ্যাচার: মির্জা ফখরুল

আমাদের বিরুদ্ধে চলছে পরিকল্পিত মিথ্যাচার: মির্জা ফখরুল
সজীব চন্দ্র দাস

সজীব চন্দ্র দাস

"বর্তমান পরিস্থিতিতে বিএনপিকে লক্ষ্য করে একটি পরিকল্পিত মিথ্যাচার ও অপপ্রচার চলছে। আমাদের নেতাকর্মীদেরকে এসবের বিরুদ্ধে সতর্ক ও সচেতন থাকতে হবে।" মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা আরও উল্লেখ করেন, "আমাদের চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে আমরা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছি। এজন্য সকল সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিএনপির ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে 'যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফখরুল তার বক্তব্যে যুব সমাজকে দেশ গঠনে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তিনি দলীয় নেতাকর্মীদেরকে যেকোনো ধরনের প্ররোচনা ও বিভ্রান্তি এড়িয়ে চলার পরামর্শ দেন। সরকার বা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বক্তব্যের উপর কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্পাদকঃ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস : বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন