ডেস্ক রিপোর্ট।।
এখন ভূমি মিউটেশন করতে অফিসের ঝামেলা পোহাতে হবে না। আবেদন থেকে ডিসিআর ফি পরিশোধ ও খতিয়ান প্রিন্ট পর্যন্ত সব কাজ ঘরে বসেই অনলাইনে সম্পন্ন করা সম্ভব। জেনে নিন ধাপে ধাপে সম্পূর্ণ প্রক্রিয়া।
১. অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার নিয়মঃ
ভূমি মিউটেশন প্রক্রিয়া শুরু করতে প্রথমে ৭০ টাকা নোটিশ ফি অনলাইনে পরিশোধ করতে হবে। land.gov.bd পোর্টালে গিয়ে মোবাইল ওয়ালেট বা ইন্টারনেট ব্যাংকিং অপশন থেকে সুবিধাজনক পদ্ধতি বেছে নিয়ে ‘অগ্রসর’ বাটনে ক্লিক করুন। এরপর নির্দেশনা অনুযায়ী নগদ, বিকাশ, রকেট, উপায়, ভিসা বা মাস্টারকার্ড ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করুন। পেমেন্ট সম্পন্ন হলে একটি কনফার্মেশন মেসেজে আবেদন নম্বর পাওয়া যাবে। একই মেসেজ থেকে ‘পেমেন্ট রিসিপ্ট’ বাটনে ক্লিক করে রসিদ প্রিন্ট করতে পারবেন। এছাড়া ‘আবেদন প্রিন্ট’ অপশন থেকে পিডিএফ সংরক্ষণ করা যাবে।
২. অনলাইন শুনানির জন্য করণীয়ঃ
আবেদন করার সময় যদি অনলাইন শুনানি করতে চান, তাহলে পেমেন্টের ধাপে “হ্যাঁ” নির্বাচন করতে হবে। অন্যথায়, পরবর্তীতে oh.lams.gov.bd লিংকে গিয়ে অনুরোধ করতে পারবেন।
সহকারী কমিশনার (ভূমি) অনুমোদন দিলে আবেদনকারীর মোবাইলে অনলাইন শুনানির লিংক পাঠানো হবে। শুনানির আগে খসড়া খতিয়ান নাগরিক কর্নার থেকে দেখে ভুল থাকলে শুনানির সময় জানাতে হবে।
৩. মিউটেশন সম্পন্ন হওয়ার সময়সীমা ও ডিসিআর ফিঃ
সাধারণত মিউটেশন প্রক্রিয়া ২৮ দিনের মধ্যে শেষ হয়। অনুমোদন হলে খতিয়ান প্রস্তুত করে এসএমএসের মাধ্যমে ডিসিআর ফি প্রদানের নির্দেশনা পাঠানো হয়।
এ পর্যায়ে land.gov.bd পোর্টালে গিয়ে আবেদন নম্বর ও এনআইডি দিয়ে স্ট্যাটাস চেক করে ১,১০০ টাকা ডিসিআর ফি অনলাইনে পরিশোধ করতে হবে।
পেমেন্টের জন্য নগদ, বিকাশ, রকেট, উপায়, ভিসা ও মাস্টারকার্ড ব্যবহার করা যাবে। ফি দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে চালান জেনারেট হবে। এরপর mutation.land.gov.bd লিংক থেকে খতিয়ান ও ডিসিআরের কপি প্রিন্ট করা যাবে।
৪. অনলাইন ডিসিআরের বৈধতাঃ
ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অনলাইন কিউআর কোডযুক্ত ডিসিআর ম্যানুয়াল ডিসিআরের সমতুল্য এবং আইনত বৈধ। তাই ম্যানুয়াল ডিসিআরের জন্য ভূমি অফিসে যাওয়ার প্রয়োজন নেই।
৫. তথ্য ও অভিযোগের জন্য হেল্পলাইনঃ
যেকোনো সহায়তার জন্য কলসেন্টারের ১৬১২২ নম্বরে যোগাযোগ করুন অথবা hotline.land.gov.bd লিংকে গিয়ে অভিযোগ জানান।