ডেস্ক রিপোর্ট।।
বিএনপির সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি বলেছেন, “আওয়ামী লীগকে নিয়ে ড. ইউনূসের সরকার খেলা করছে। রাষ্ট্রের প্রধান ব্যক্তি যিনি নির্বাহী আদেশে সব থামিয়েছিলেন, তিনি যদি আবার এমন কথা বলেন, তাহলে বোঝা যায়—ভয়ে আছেন, আগের জায়গায় ফিরতে চান। ক্ষমতায় থাকার জন্য চেয়ার ধরে রাখতেই যখন যা খুশি তাই বলা হয়—এটাই তাদের ছেলেখেলা।”
তিনি বলেন, দেশের প্রায় অর্ধেক মানুষ মানসিকভাবে মৃতপ্রায়। তাদের পুনরুজ্জীবিত করা দরকার। কিন্তু সরকার যদি অকারণে কাউকে ভয় দেখায়, সমালোচনা করে, মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়। নিলোফার বলেন, “আমরা কখনো পালিয়ে যেতে বলিনি। আমরা বিচার চাইেছি। বায়তুল মোকাররমের খতিব হোক বা প্রধান বিচারপতি, সংসদের স্পিকার হোক বা প্রধানমন্ত্রী—সবকেই আমরা বিচার চাইতে বলেছি।”
নিলোফার মনি উদাহরণ দিয়ে বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে ড. ইউনূস বলেছিলেন—‘এটি করা যাবে না’। আইন উপদেষ্টাও বলেছিলেন, ‘নিষিদ্ধ করা সম্ভব নয়’। তারপরও তারা তাদের পরিচিত ‘কিংস পার্টি’দের মাঠে নামিয়ে মঞ্চ দিতে দিল, ১৪৪ ধারা ভঙ্গ করার অনুমতি দিল। কিন্তু দুই দিনের মধ্যেই নিষিদ্ধ ঘোষণা করলেন। পরে বিদেশে গিয়ে বললেন, এটি স্থগিত, এবং এখন বলছেন—যেকোনো সময় এটি প্রত্যাহার হতে পারে। এটা কি ভয়, দুর্বলতা না ইচ্ছা? আমার মনে হয়, এটি তার মনের অজান্তেই।”
নিলোফারের মন্তব্যে স্পষ্ট—সরকারের এই নীতি, এই খেলা, মানুষের উপর কী প্রভাব ফেলছে তা তিনি গভীরভাবে উদ্বেগের সঙ্গে দেখছেন।