প্রকাশের সময়: শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ২:০২ পিএম প্রিন্টের তারিখ: শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

হঠাৎ কেনো নিজের পেশার প্রতি সম্মানের কথা বললেন জিৎ

হঠাৎ কেনো নিজের পেশার প্রতি সম্মানের কথা বললেন জিৎ
বিনোদন ডেস্কঃ

বিনোদন ডেস্কঃ

দুর্গাপূজা মানেই টালিউডে উৎসবের আমেজ। প্রতিবছরের মতো এবারও মুক্তি পেয়েছে একাধিক বিগ বাজেটের ছবি। চারটি বড় ছবির লড়াই ঘিরে ইন্ডাস্ট্রিতে যে উত্তাপ ছড়িয়েছে, তা নাকি আগের সব রেকর্ড ছাড়িয়েছে। হল পাওয়ার টানাটানি থেকে শুরু করে বক্স অফিসের ভাগ্য গণনা সবকিছুতেই চলছে জোর তর্কবিতর্ক।

এই গরম আবহের মধ্যেই অভিনেতা জিতের একটি ছোট্ট পোস্ট নতুন করে আলোচনার ঝড় তুলেছে। বরাবরের মতো বিতর্ক এড়িয়ে চলা এই সুপারস্টার হঠাৎ করেই নিজের ‘এক্স’ হ্যান্ডেলে লিখলেন

“আমাদের উচিত আমাদের পেশার সম্মান এবং চলচ্চিত্র শিল্পের মর্যাদার প্রতি সচেতন ও সতর্ক থাকা।”

মাত্র দুটি লাইনের এই বার্তা মুহূর্তেই ভাইরাল। এরপর শুরু হয়েছে নানা ব্যাখ্যা-বিশ্লেষণ।

অনেকের মতে, লাগামছাড়া এই রেষারেষি থামাতে জিৎ আসলে ইন্ডাস্ট্রির জন্য একধরনের ‘সতর্কবার্তা’ দিয়েছেন। তবে অন্য একাংশের যুক্তি—যে তারকা সচরাচর কোনো বিতর্কে জড়ান না, তিনি হঠাৎ কেন এমন পোস্ট করলেন?

জিতের কমেন্ট বক্সও এখন সমালোচনায় ভরপুর। কেউ লিখেছেন— “এতদিন কোথায় ছিল এই পোস্ট? এখন যখন দেখছেন বন্ধু একেবারে কোণঠাসা, তখনই কথা বললেন?”

আবার কেউ সরাসরি প্রশ্ন ছুড়েছেন— “‘রঘু ডাকাত’ নিয়ে আপনার কোনো কথা নেই কেন? দেব সবসময় আপনাকে সাপোর্ট করেন, আর আপনি?”

তবে সব সমালোচনার মাঝেও জিৎ বরাবরের মতো নিশ্চুপ। তিনি কার পক্ষে বা বিপক্ষে মন্তব্য করেছেন, তা স্পষ্ট করেননি। ফলে নেটিজেনদের মধ্যে জল্পনা আরও বেড়েছে—কেউ ভাবছেন প্রসেনজিতের পাশে দাঁড়িয়েছেন, আবার কারও মতে দেবকে সমর্থন করতেই মুখ খুলেছেন এই সুপারস্টার।

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস: বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন