প্রকাশের সময়: শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১১:৪৭ এএম প্রিন্টের তারিখ: শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৭ আষাঢ় ১৪৩২

বিসিবির নির্বাচন নিয়ে সিদ্ধান্ত বদলানোর প্রস্তাব

বিসিবির নির্বাচন নিয়ে সিদ্ধান্ত বদলানোর প্রস্তাব
স্পোর্টস ডেস্কঃ

স্পোর্টস ডেস্কঃ

আগের দিন মনোনয়নপত্র প্রত্যাহার করা রফিকুল ইসলামকে গতকাল আবার বিসিবি কার্যালয়ে দেখে অনেকেই ভেবেছিলেন, হয়তো তিনি সিদ্ধান্ত বদলেছেন। এমন সুযোগও ছিল, কারণ চূড়ান্ত প্রার্থী তালিকার নিচে নির্বাচন কমিশন জানিয়েছিল—মনোনয়ন প্রত্যাহারকারীরা চাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে পুনর্বিবেচনার সুযোগ পাবেন।

তবে ঢাকার ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল জানান, বিষয়টি তেমন নয়। তিনি আসলে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে ‘চা খেতে’ গিয়েছিলেন। নিজামকে না পেয়ে ফিরে আসার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

সেখানে রফিকুল তিনটি প্রস্তাব রাখেন—

১. বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ বাড়িয়ে তাদের দিয়ে আপাতত দায়িত্ব চালিয়ে নেওয়া।

২. প্রয়োজনে অ্যাডহক কমিটি গঠন করা।

৩. ৬ অক্টোবরের নির্বাচন পিছিয়ে নতুন তফসিল ঘোষণা করা।

রফিকুলের মতে, যোগ্য সংগঠকরা যাতে অংশ নিতে পারেন, সে জন্য নির্বাচন পেছানো জরুরি। তিনি এসব প্রস্তাব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ‘ক্রীড়াঙ্গনের অভিভাবক’ উল্লেখ করে তাঁর কাছেই মূলত পেশ করেছেন।

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস: বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন