প্রকাশের সময়: শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১১:০৭ এএম প্রিন্টের তারিখ: শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৭ আষাঢ় ১৪৩২

ইজরায়েলি হামলায় প্রাণ হারাল আরও ৫৩ জন ফিলিস্তিনি

ইজরায়েলি হামলায় প্রাণ হারাল আরও ৫৩ জন ফিলিস্তিনি
আন্তর্জাতিক ডেস্কঃ

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি সেনাবাহিনীর হামলা আরও তীব্র হয়েছে। সর্বশেষ একদিনের হামলায় অন্তত ৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

একইসঙ্গে গাজা সিটিতে অবস্থানরত লাখো মানুষকে শহর ছাড়তে ‘শেষবারের মতো’ হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। সেখানকার সবাইকে হয় ‘সন্ত্রাসী’ কিংবা ‘সন্ত্রাসীদের সমর্থক’ হিসেবে গণ্য করা হবে বলেও সতর্ক করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন— গাজা সিটিতে যারা থেকে যাবে, তারা হামলার লক্ষ্যবস্তু হবে।

আল জাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া হামলায় অন্তত ৫৩ জন নিহত হন। বিমান ও স্থল আক্রমণে গাজা সিটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রতিদিন ডজন ডজন মানুষ প্রাণ হারাচ্ছেন, ভেঙে পড়ছে আবাসিক ভবন ও শিক্ষাপ্রতিষ্ঠান। দক্ষিণের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও, পথে হামলার শিকার হচ্ছেন অনেকে।

আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, বৃহস্পতিবার আল-রাশিদ সড়ক দিয়ে মানুষদের জোর করে শহর ছাড়তে বাধ্য করেছে ইসরাইলি সেনারা। আবার দক্ষিণমুখী উপকূলীয় পথে পালানোর সময়ও হেলিকপ্টার, ড্রোন ও ট্যাংকের হামলায় পড়তে হয়েছে। এতে ব্যাপক আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।

চিকিৎসা সূত্র বলছে, বৃহস্পতিবার গাজা সিটিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজায় ত্রাণ সংগ্রহের সময় প্রাণ হারিয়েছেন আরও ১৩ জন। চলমান দুর্ভিক্ষে খাদ্য সংগ্রহ করতে গিয়ে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৬০০ মানুষ নিহত এবং অন্তত ১৯ হাজার আহত হয়েছেন।

আল জাজিরার হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৬৬ হাজার ২২৫ জনে। আহত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৯৩৮ জন। এর মধ্যে এ বছরের মার্চে ইসরাইল একতরফাভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে নিহত হয়েছেন আরও ১৩ হাজার ৩৫৭ জন।


ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস: বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন