প্রকাশের সময়: শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১০:৫০ এএম প্রিন্টের তারিখ: শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৭ আষাঢ় ১৪৩২

স্লোগান দেওয়া ওই মেয়ের পক্ষে লড়তে চান ফজলুর

স্লোগান দেওয়া ওই মেয়ের পক্ষে লড়তে চান ফজলুর
ডেস্ক রিপোর্ট।।

ডেস্ক রিপোর্ট।।

বিএনপির পদ স্থগিত হওয়া নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, “যেই মেয়ে আমার বাড়ির সামনে স্লোগান দিয়েছিল—‘ফজু পাগলা গ্রেফতার না হলে যাব না এখান থেকে’, সেই মেয়েই এখন চাঁদাবাজির অভিযোগে ধরা পড়েছে। তাকে ছাড়ানোর জন্য আমি কোর্টে দাঁড়াব।”

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “আমি ছাড়াবো না কেন? এরা তো আমার মেয়ে। জামায়াত এদের নষ্ট করছে, আমি তাদের ঠিক করতে চাই। দেশের ভালো চাই, এদেরও ভালো করতে চাই।”

ফজলুর রহমান অভিযোগ করেন, “জামায়াতের কর্মীরা আমাকে যে অপমান করেছে, জন্মের পর কোনো রাজনৈতিক দল এমন অপমান করেনি।”

তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনো পূরণ হয়নি। দেশে মনুষত্ব, বিবেক ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তবে শিল্প-কারখানা থেকে সেনাবাহিনী পর্যন্ত অনেক অর্জন হয়েছে।

তার মতে, “এখন বলা হয় ১৯৭১ সালের যুদ্ধ ভাইয়ে ভাইয়ে ঝগড়া ছিল—এর চেয়ে নিমকহারামি আর কিছু হতে পারে না। যেমন কারবালার ইতিহাস মুছে যায়নি, তেমনি মুক্তিযুদ্ধের ইতিহাসও কেউ মুছতে পারবে না।”

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস: বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন