প্রকাশের সময়: বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ৯:৩৯ পিএম প্রিন্টের তারিখ: শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৭ আষাঢ় ১৪৩২

কলম্বোয় দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ

কলম্বোয় দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ
মোহাম্মদ নিলয়

মোহাম্মদ নিলয়

Sub Editor

কলম্বোয় জয়ের পথ অনেকটা মসৃণ করে দিয়েছিলেন বোলাররা। পাকিস্তানের বিপক্ষে বাকি কাজটা সামলে নিলেন ব্যাটাররা। নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচেই এসেছে দুর্দান্ত জয়। বৃহস্পতিবার পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে প্রতিযোগিতায় দারুণ সূচনা করেছে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি পেস ও স্পিন আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। মারুফা আক্তার শুরুতেই ভয় ধরিয়ে দেন প্রতিপক্ষের ব্যাটিং অর্ডারে। এক পর্যায়ে তিনি পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে বড় বিপদে ফেলেন। ম্যাচে তিনি নেন ৩১ রানে ২ উইকেট। সঙ্গী বোলার শরণা আক্তার নিয়েছেন ৩টি উইকেট, নাহিদা আক্তার পেয়েছেন ২ উইকেট। পুরো দল মিলে পাকিস্তানকে অলআউট করে মাত্র ১২৯ রানে।

জয়ের লক্ষ্য ছিল সহজ, তবে বিশ্বকাপের মঞ্চে চাপ সবসময়ই থাকে। শুরু থেকেই বাংলাদেশি ব্যাটাররা আত্মবিশ্বাসী ছিলেন। দলের হয়ে হাইলাইট ছিল রুব্যার অপরাজিত অর্ধশতক। তাঁর দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজ হয়ে যায় রান তাড়া। শেষ পর্যন্ত মাত্র তিন উইকেট হারিয়েই জয় তুলে নেয় বাংলাদেশ।

দারুণ এই জয়ে ম্যাচসেরা হয়েছেন পেসার মারুফা আক্তার। একইসঙ্গে পয়েন্ট টেবিলেও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। প্রতিযোগিতার শুরুতেই এমন জয় দলকে বাড়তি আত্মবিশ্বাস এনে দিল, যা সামনের লড়াইয়ে বড় ভূমিকা রাখতে পারে।

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস: বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন