প্রকাশের সময়: বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম প্রিন্টের তারিখ: শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৭ আষাঢ় ১৪৩২

"এনসিপিকে শাপলা দিলে কোনো মামলা করব না"

"এনসিপিকে শাপলা দিলে কোনো মামলা করব না"
ডেস্ক রিপোর্ট।।

ডেস্ক রিপোর্ট।।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কাছে যদি শাপলা প্রতীক দেওয়া হয়, তিনি এতে কোনো মামলা করবেন না। তিনি এনসিপির নেতাকর্মীদের সম্পর্কে দরদি মর্মে মন্তব্যও করেছেন, কারণ তারা স্বৈরশাসক শেখ হাসিনাকে উৎখাতের কথা ভাবছে বলে তিনি মনে করেন।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মান্না বলেন, “আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশন আর কাউকেই দিতে পারবে না। তারা (এনসিপি) আমার কাছে এসেছিল। যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়স ও অভিজ্ঞতা বিবেচনায় এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি দরদি।”

মান্না আরও যোগ করেন, “শাপলা প্রতীক যদি তাদের দিয়ে দেয়, আমি একটা অঙ্গীকার করতে পারি আমি কোনো মামলা করব না।”

মান্নার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এনসিপির অনেক নেতা। মান্নার পোস্টের স্ক্রিনশট শেয়ার করে এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ লেখেন, “ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় মাহমুদুর রহমান মান্না ভাই। নির্বাচন কমিশনার সাহেব আর কী কী বাহানা দেবেন? নিজেকে আর বিতর্কিত না করে দ্রুত এনসিপিকে শাপলা মার্কা দিন।”

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস: বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন