প্রকাশের সময়: বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ২:৫২ পিএম প্রিন্টের তারিখ: শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

ফিক্সিং ইস্যুতে যা বললো সাকিব

ফিক্সিং ইস্যুতে যা বললো সাকিব
স্পোর্টস ডেস্কঃ

স্পোর্টস ডেস্কঃ

গুরুতর অভিযোগ তুলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। তার দাবি, বিসিবির নির্বাচন আগেই “ফিক্সিং” করে রাখা হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন সাকিব আল হাসানও।


মঙ্গলবার থেকেই তামিমের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জল্পনা চলছিল। অবশেষে ১ অক্টোবর তিনি সশরীরে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। শুধু তামিমই নন, আরও কয়েকজন প্রার্থী—সাইদ ইবরাহিম, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, বোরহানুল পাপ্পু, মাসুদুজ্জামান, আসিফ রব্বানি, মির্জা ইয়াসির আব্বাস, সাব্বির আহমেদ রুবেল, মীর হেলাল ও সিরাজ উদ্দিন আলমগীর—নির্বাচন থেকে সরে দাঁড়ান।

মনোনয়ন প্রত্যাহারের পর তামিম বলেন,

“এখন যারা বিসিবিতে আছেন, তারা যেভাবে ইলেকশন করছেন, সেভাবেই জিতবেন। তবে এটা কোনো নির্বাচনের মতো নির্বাচন নয়। যাই হয়েছে, আমি শুধু বলব—ক্রিকেট হেরে গেছে।”

তার অভিযোগ, বিসিবি নির্বাচনের ফল আগেই ঠিক করে রাখা হয়েছে। তামিমের ভাষায়,

“সবাই বলেন ক্রিকেটে ফিক্সিং বন্ধ করতে হবে। আমি বলব, আগে আপনারা নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন। এই নির্বাচন বিসিবির ইতিহাসে এক কালো দাগ হয়ে থাকবে।”

এ প্রসঙ্গে সাকিব আল হাসানকে প্রশ্ন করা হলে তিনি বলেন,

“নির্বাচনের খবর খুব একটা দেখা বা পড়া হয় না। তাই আসলে কী হচ্ছে, বলা কঠিন। আমার মনে হয় এ বিষয়ে মন্তব্য না করাই ভালো। যেটা জানি না, সে বিষয়ে কিছু বলা ঠিক হবে না।”

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস: বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন