প্রকাশের সময়: বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ১২:৪৫ পিএম প্রিন্টের তারিখ: শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

"যদি পুরুষ সন্তান জন্ম দিত, পৃথিবীতে যুদ্ধ থাকত না: রানী মুখার্জি”

"যদি পুরুষ সন্তান জন্ম দিত, পৃথিবীতে যুদ্ধ থাকত না: রানী মুখার্জি”
বিনোদন ডেস্কঃ

বিনোদন ডেস্কঃ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী রানী মুখার্জি বলিউডে আট ঘণ্টা কাজের দাবি নিয়ে চলা বিতর্কের মধ্যে নিজের অভিজ্ঞতার কথা জানালেন। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ‘কল্কি’ সিক্যুয়েল থেকে সরে দাঁড়ানোর খবরে যখন কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য আলোচনায়, তখনই নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন রানী।

তিনি জানান, মেয়ে আদিরার জন্মের পর যখন ‘হিচকি’ ছবির শুটিং করছিলেন, তখন আদিরার বয়স মাত্র ১৪ মাস। সে সময় নিয়মিত দুধপান করানোর জন্য কঠোর রুটিন মেনে চলতেন। সকালে দুধ পাম্প করে বের হতেন এবং ইউনিট ও পরিচালকের সহায়তায় ৬–৭ ঘণ্টার মধ্যেই শুটিং শেষ করতেন। এতে দুপুরের আগেই বাড়ি ফিরতে পারতেন।

রানী বলেন,“এখন বিষয়গুলো আলোচনায় এসেছে কারণ মানুষ খোলাখুলি এসব নিয়ে কথা বলছে। কিন্তু এটা তো সব পেশাতেই স্বাভাবিক ব্যাপার। আমিও করেছি নির্দিষ্ট সময় ধরে কাজ করেছি।”

তিনি আরও বলেন,

“যদি প্রযোজক রাজি থাকেন, ছবিটা করা যায়। না থাকলে নয়। একেবারেই পছন্দের ব্যাপার, কাউকে জোর করা হচ্ছে না। ভাবুন তো, যদি পুরুষকে সন্তান জন্ম দিতে হতো, তাহলে তারা সবাইকে পাগল করে দিত। তখন হয়তো পৃথিবীতে কোনো যুদ্ধই থাকত না, কারণ তারা শুধু শিশুকেই নিয়ে ব্যস্ত থাকত।”

রানীর মতে, পুরুষরা সন্তান জন্ম দেওয়ার অভিজ্ঞতা থেকে বঞ্চিত।

“এটা ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি আসার অনুভূতি। কারণ আমরা জীবন সৃষ্টি করি। মা হওয়ার সময় নারী শুধু মানসিক নয়, শারীরিকভাবেও পরিবর্তনের মধ্য দিয়ে যায়। আমি মেয়ে হয়ে ভীষণ খুশি। এটা কোনো কিছুর বিনিময়ে বদলাব না।”


ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস: বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন