প্রকাশের সময়: বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ১২:২৬ পিএম প্রিন্টের তারিখ: শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৭ আষাঢ় ১৪৩২

যে কারণে বিসিবির নির্বাচন থেকে সরে গেলেন তামিম

যে কারণে বিসিবির নির্বাচন থেকে সরে গেলেন তামিম
স্পোর্টস ডেস্কঃ

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন ঘিরে নানা অভিযোগের মধ্যেই মনোনয়নপত্র প্রত্যাহার করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার সকালে তিনি বিসিবি গিয়ে মনোনয়নপত্র তুলে নেন এবং এবারের নির্বাচনকে “পাতানো” বা “ফিক্সড” আখ্যা দেন।

তামিম বলেন, “এবারের নির্বাচন ক্রিকেটের জন্য কালো দাগ হয়ে রইল। যারা বোর্ডে আছেন তারা জিততে পারেন, কিন্তু ক্রিকেট শতভাগ হেরে গেল।”

শেষ দিনে বিভিন্ন পদে ১৬ জন প্রার্থী সরে দাঁড়ানোয় অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে জেলা-বিভাগ ক্যাটাগরিতে ছয়জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।


বিশ্লেষকরা মনে করছেন, হাইকোর্টের রায়ে ১৫টি বিতর্কিত ক্লাব ভোটাধিকার হারানোয় তামিম সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পাশাপাশি সরকারপক্ষ ও বিএনপি-ঘনিষ্ঠ প্রার্থীদের সঙ্গে সমঝোতা না হওয়া এবং নিজের প্যানেল সাজাতে চাপের মুখে পড়াই তার বড় কারণ।

ক্রীড়া সাংবাদিক এম এম কায়সার বলেন, “তামিম আসলে নির্বাচনী নেগোসিয়েশনে হেরে গেছেন। সমঝোতা না হওয়া এবং প্যানেল নিয়ে সংকটে পড়ায় শেষ পর্যন্ত তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন।”

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন, যেখানে কাউন্সিলরদের ভোটে ২৫ জন পরিচালক এবং পরে সভাপতি-সহসভাপতি নির্বাচিত হবেন।

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস: বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন