ডেস্ক রিপোর্ট।।
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। টানা দুই দফায় ভরিতে ৫ হাজার ৫৫২ টাকা বাড়িয়ে আজ শনিবার ২২ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৯৫ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৮৬ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৯ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৩২ হাজার ৩৫১ টাকা। এর সঙ্গে যোগ হবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি।
এদিকে রুপার দামও ইতিহাসের সর্বোচ্চে উঠেছে। ভরিতে ১৫২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬২৮ টাকা।