ডেস্ক রিপোর্ট।।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে গেছেন বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা। সম্প্রতি নিউইয়র্ক বিমানবন্দরে হামলার শিকার হন এনসিপি নেতা আখতার হোসেন।
এ ঘটনায় কেন নেতারা আলাদা আলাদাভাবে বিমানবন্দর থেকে বের হলেন, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, চিফ অ্যাডভাইজারের বহরে ওঠানো হলেও ভিসার ভিন্নতার কারণে (জি-ওয়ান ও ট্যুরিস্ট ভিসা) তাদের আলাদা প্রক্রিয়ায় যেতে হয়। এ নিয়ে যোগাযোগ ঘাটতি হয়েছিল।
তাহের অভিযোগ করেন, বাংলাদেশ মিশন যথাযথভাবে ব্যবস্থা নিলে সবাই একসঙ্গে বের হতে পারতেন এবং হামলার শিকারও হতেন না।
আওয়ামী লীগপন্থীদের হামলার সময় পাশে না থাকার কারণ জানতে চাইলে তিনি জানান, সমর্থকদের স্লোগানে বিব্রত না করতে তিনি কিছুটা দূরে ছিলেন। পরে সংবর্ধনা ও বক্তব্য দেওয়ায় সময় গ্যাপ হয়। এ সময়েই হামলার ঘটনা ঘটে।
তাহের বলেন, "আখতারকে যে দুজন ছেলে প্রোটেকশন দিয়েছে, তারা আমাদেরই কর্মী। ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।"