ডেস্ক রিপোর্ট।।
দেশের বাজারে চালের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শুল্কমুক্তভাবে চাল আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে গত ৩৮ দিনে আমদানি হয়েছে এক লাখ ২০ হাজার টন চাল। ফলে বাজারে সব ধরনের চালের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত কমে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।
হিলি স্থলবন্দর ঘুরে দেখা যায়, বন্দরের অভ্যন্তরে সারি সারি ভারতীয় চালবোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে। এসব ট্রাকে রয়েছে ভারত থেকে আমদানি করা স্বর্ণা-৫, সম্পা কাটারি, ৪০/৯৪ (চিকন জাত) ও রত্না চাল। পাইকারি ব্যবসায়ীরা বন্দরে চালের মান যাচাই করে কিনছেন। বর্তমানে স্বর্ণা-৫ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪৯–৫০ টাকা, সম্পা কাটারি ৬৫–৬৭ টাকা, আর ৪০/৯৪ জাতের চাল ৫৮–৬০ টাকায়।
হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, “চালের দাম অনেক কম থাকলেও চাহিদার তুলনায় আমদানির পরিমাণ বেশি হওয়ায় বিক্রি কিছুটা ধীর। বন্দরে অনেক ট্রাক অপেক্ষমাণ রয়েছে, চাহিদা বাড়লে এগুলো বিক্রি হবে।”
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, ১২ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার ৩২৩টি ট্রাকে শুল্কমুক্তভাবে এক লাখ ২০ হাজার টন চাল আমদানি হয়েছে। ব্যবসায়ীরা প্রতি টন চাল ৫০০ থেকে ৫২০ ডলারে খালাস করছেন, শুধু ২ শতাংশ অগ্রিম আয়কর প্রদান করে। তিনি আরও বলেন, “দেশে চালে চাহিদা থাকায় আমদানিকারকরা দ্রুত বাজারজাত করতে পারেন—এ জন্য আমরা সব ধরনের সহযোগিতা করছি।”