প্রকাশের সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৩ পিএম প্রিন্টের তারিখ: শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে নাহিদ ইসলাম

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে নাহিদ ইসলাম
ডেস্ক রিপোর্ট।।

ডেস্ক রিপোর্ট।।

বৈষম্যেবিরোধি ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে চলমান মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য আসেন।

এর আগে নাহিদ ইসলাম জানিয়েছিলেন, দুই দিনের মধ্যেই তার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হবে। তবে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নির্ধারিত তার সাক্ষ্যগ্রহণ হয়নি, কারণ একই মামলায় দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ হয়নি। টানা দুই দিন ধরে তার জবানবন্দি ও জেরা সম্পন্ন হওয়ার পর বুধবার প্রসিকিউশন পক্ষ ঘোষণা করে, সেদিনই নাহিদ ইসলামের সাক্ষ্য নেওয়া হবে।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। এখন নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়েই এ মামলার সাক্ষ্যগ্রহণ অধ্যায় সমাপ্ত হবে।”

গত বছরের জুলাই-আগস্টে দেশজুড়ে সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগে দায়ের হওয়া মামলাটি বর্তমানে বিচারকার্যের শেষ পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে সাক্ষীদের জবানবন্দিতে আন্দোলনের সময় সংঘটিত হত্যাযজ্ঞের বীভৎস চিত্র উঠে এসেছে। এসব অপরাধের জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন শহীদ পরিবারের সদস্যরা ও প্রত্যক্ষদর্শীরা।

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস: বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন