প্রকাশের সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৮ পিএম প্রিন্টের তারিখ: শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

লিওনেল মেসির পেনাল্টি মিস, বড় হার মায়ামীর

লিওনেল মেসির পেনাল্টি মিস, বড় হার মায়ামীর
ডেস্ক রিপোর্ট।।

ডেস্ক রিপোর্ট।।

মেজর লিগ সকার ম্যাচে শার্লটের কাছে ৩-০ গোলে হেরেছে লিও মেসির মায়ামী। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও পেনাল্টি মিস করে সমর্থকদের হতাশা হতাশ করেছেন এলএমটেন।

রবিবার ভোরে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষের সঙ্গে সমান প্রতিদ্বন্দ্বিতা দেখিয়েছে মায়ামি।

ম্যাচের ৩০ মিনিটে মায়ামির প্রথম বড় সুযোগ আসে। বক্সের ভেতরে শট নিতে গিয়ে মেসিকে ফাউল করলে পেনাল্টি পায় মায়ামি। তবে এই সুযোগ কাজে লাগাতে পারেননি মেসি। তার নেওয়া পানেনকা শট শার্লট গোলরক্ষক ক্রিস্তিয়ান খালিনা চতুরভাবে রুখে দেন।

মেসির এই মিসের পরই একের পর এক গোল হজম করতে হয় মায়ামিকে। ৩৪ মিনিটে দলীয় আক্রমণ থেকে শার্লটকে এগিয়ে দেন টোকলোমাতি। এই গোলের সঙ্গে বিরতিতে যায় দুই দল। বিরতির পর মাত্র চার মিনিটে ব্যবধান বাড়িয়ে ২–০ করেন টোকলোমাতি।

দুই গোলে পিছিয়ে পড়ার পর মায়ামি সমতায় ফিরতে চেষ্টা করলেও আর কোনো গোল করতে পারেনি। উল্টো, ম্যাচের ৮৪ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করে মায়ামির বড় হার নিশ্চিত করেন টোকলোমাতি। এটি তার ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস: বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন