ডাকসু নির্বাচনে মৃত্যুবরণকারী সাংবাদিকের পরিবারকে শিবিরের অর্থ সহায়তা
ডাকসু নির্বাচনে মৃত্যুবরণকারী সাংবাদিকের বাসায় দোয়া করছেন ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র নেতারা, ছবি: সংগৃহীত
ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ছাত্রশিবির। নিহত সাংবাদিকের পরিবারের হাতে ২ লাখ টাকা সহায়তা দিয়েছে সংগঠনটি।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ও ডাকসুর নবনির্বাচিত জিএস এসএম ফরহাদ।
তিনি জানান, নির্বাচন কভার করতে গিয়ে চিরবিদায় নিয়েছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন স্ত্রী ও দুই সন্তানকে। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর।
চার বছরের শিশু আয়াত ফরহাদকে বলে, “আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং সুন্দর জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আর আসবেন না, তাই আমি আমার মা আর ছোট বোনের খোঁজ রাখবো, তাদের যত্ন করবো।”
শিশুর মুখে এমন গভীর কথায় আবেগাপ্লুত সবাই।
ফরহাদ জানান, পরিবারের সঙ্গে প্রাথমিক সাক্ষাতে শিশুদের খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে দুই লাখ টাকা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও সংগঠনটি পরিবারের পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত সভাপতি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন কার্জন হলে সংবাদ সংগ্রহের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার তরিকুল শিবলী (৪০)। লাইভ সম্প্রচারের সময় হঠাৎ পড়ে গেলে সহকর্মীরা তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।