ব্রেকিং নিউজ

রাশেদ খানের অভিযোগ: শেখ হাসিনার সঙ্গে পাঁচ উপদেষ্টা হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত

রাশেদ খানের অভিযোগ: শেখ হাসিনার সঙ্গে পাঁচ উপদেষ্টা হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ছবি: ভিডিও থেকে নেয়া

Advertisement

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঐক্যমত কমিশনের পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।


বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীতে ঐক্যমত কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আজকের আলোচনায় মনে হয়েছে আমরা যেন নতুন করে আলোচনা শুরু করছি। অথচ আজ চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল। আমি দৃঢ়ভাবে বলেছি, শেখ হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আজকের আলোচনা দেখে মনে হচ্ছে, আমরাও যেন শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছি।

Advertisement


রাশেদ খান অভিযোগ করেন, ঐক্যমত কমিশনের কয়েকটি রাজনৈতিক দল আগের অবস্থান থেকে ইউটার্ন নিয়েছে। গত বৈঠকে তারা বলেছিল একই দিনে জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট চায়। কিন্তু আজ তারা বলছে নির্বাচনের আগে গণভোট। এই ধরনের দ্বিচারিতা জনগণ পছন্দ করে না,বলেন তিনি।


তিনি আরও বলেন, আমাদের রাজনীতিবিদদের এই চরিত্র জনগণ অপছন্দ করে। সকালে এক কথা, বিকেলে আরেক কথা। আজকের আলোচনা দেখে মনে হচ্ছে, আমরা সামনে না গিয়ে বরং আট মাস পিছিয়ে যাচ্ছি।

Advertisement


ঐক্যমত কমিশনের মধ্যে আস্থা ও বিশ্বাসের ঘাটতি থাকার কারণেই জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের প্রস্তাব এসেছে বলে মন্তব্য করেন রাশেদ খান। তার ভাষায়, যদি আমাদের মধ্যে আস্থা-বিশ্বাস থাকতো, তবে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিলেই চলতো; গণভোটের দরকার হতো না।


তিনি জানান, ঐক্যমত কমিশনের বৈঠকে নয়টি রাজনৈতিক দল অংশ নেয়। তবে আজকের বৈঠকে দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা গেছে।যদি এভাবে চলতে থাকে, আরও এক মাসেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না, বলেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×