ব্রেকিং নিউজ

‘কথার ধোঁকায় পড়ে জনগণ আর ভোট দেবে না’: শফিকুল ইসলাম মাসুদ

‘কথার ধোঁকায় পড়ে জনগণ আর ভোট দেবে না’: শফিকুল ইসলাম মাসুদ

মাসুদ হোসেন, ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “কথার ধোঁকায় পড়ে জনগণ আর ভোট দেবে না। এবার ভোট হবে দলের কর্মকাণ্ড দেখে।”

সোমবার রাজধানীর জিগাতলায় এক পথসভায় তিনি বলেন, “যারা দেশকে দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন করেছে, বিদেশে অর্থ পাচার করেছে—তারা যতই নীতি কথা বলুক, জনগণ আর তাদের ধোঁকায় পড়বে না।”

তিনি আরও বলেন, “ক্ষমতায় বসার আগেই যারা লুটপাটে জড়িত, তাদের হাতে দেশ নিরাপদ নয়। তাই দুর্নীতি ও সন্ত্রাসে জড়িতদের ভোটের মাধ্যমে বর্জন করতে হবে।”

Advertisement

জামায়াতে ইসলামীকে দুর্নীতিমুক্ত দাবি করে শফিকুল বলেন, “আমাদের নেতারা সরকারের দায়িত্বে থেকেও নির্ভেজাল ছিলেন। প্রমাণসহ কেউ দুর্নীতির অভিযোগ আনতে পারেনি।”

সভা শেষে ঢাকা-১০ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।


Advertisement
Advertisement
Advertisement
Loading...
×