Site Logo | শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

টঙ্গীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র আর্থিক সহায়তা

টঙ্গীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র আর্থিক সহায়তা

ছবি: সংগৃহীত

Advertisement

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টঙ্গীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন বিএনপি নেতাকর্মীরা। গত সোমবার থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী এ কর্মসূচিতে মোট ২৮টি পূজা মণ্ডপে এ সহায়তা দেওয়া হয়।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন খান ফারুক, যুগ্ম আহ্বায়ক বেনজির আহমেদ, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য রাজীব বিন শহীদ রিগান, মহানগর যুবদল নেতা তাজুল ইসলাম, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান শিপন, সহ-সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল প্রমুখ।

এ সময় সুমন সরকার বলেন, “আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে এসেছি। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে দেশের বর্তমান বিপর্যস্ত অবস্থা থেকে মুক্তি পেতে আমাদের পাশে থাকুন। বিএনপি ক্ষমতায় এলে হিন্দু ধর্মাবলম্বীদের বেদখল হয়ে যাওয়া সম্পত্তি ফিরিয়ে দিতে আইনি সহযোগিতা করা হবে।”

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×