ডাকসু পুনর্নির্বাচনের দাবি তুললেন ছাত্রদল নেতা আবিদ
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি প্রার্থী ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, ডাকসু নির্বাচনের সময় ছাত্রদল রাষ্ট্রের স্বার্থে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।
শনিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে এক সংলাপে তিনি বলেন, দ্রুতই নির্বাচনের অবস্থান জানানো হবে। ২০১৯ সালের ডাকসু নির্বাচন এখনও আলোচনায় আছে, তাই সদ্যসমাপ্ত নির্বাচনের অভিযোগগুলো প্রশাসন ও নির্বাচন কমিশন সমাধান না করলে পুনর্নির্বাচনের দাবি তোলা হবে।
তিনি আরও বলেন, ফলাফল ঘোষণার পর অতীতের মতো ভিসিকে অবরুদ্ধ না করে ধৈর্যের সঙ্গে নতুন ধারার ছাত্র রাজনীতি এগিয়ে নেওয়া হয়েছে। তার অভিযোগ, ভোটে কারচুপি করে তাকে ভিলেন বানানো হয়েছে। তবে এটিকে পরাজয় হিসেবে না দেখে তিনি মনে করেন, বিশ্ববিদ্যালয়গুলোতে একটি অদৃশ্য রাজনৈতিক শক্তি আধিপত্য বিস্তার করছে।