ব্রেকিং নিউজ

চাঁদাবাজির অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

চাঁদাবাজির অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

ছবি: সংগৃহীত

Advertisement

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন—মোহাম্মদপুর থানা ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম অপু। বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গের কারণে প্রথমে তাদের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরে সংশোধনের সুযোগ দেওয়া হলেও তা কাজে না লাগানোয় স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজার দখল, ফুটপাত দখল ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ক্ষোভ ছিল। এছাড়া মান্নান হোসেন শাহীনকে শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়।

দলীয় সূত্র বলছে, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×