সেই বিড়ালটি তারেক রহমানের মেয়ে জাইমার
তারেক রহমান বিড়ালের সঙ্গে খুনসুটি
কয়েকদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে তাকে একটি বিড়ালের সঙ্গে খুনসুটি করতে দেখা যায়। এবার সেই বিড়াল নিয়ে মুখ খুলেছেন তিনি নিজেই।
বিবিসি বাংলায় মঙ্গলবার (৭ অক্টোবর) প্রকাশিত এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন,“বিড়ালটি আমার মেয়ের বিড়াল। তবে এখন ও সবারই হয়ে গেছে। আমরা সবাই ওকে আদর করি।”
পোষা প্রাণীর সঙ্গে তার নিয়মিত ছবির প্রসঙ্গে তারেক রহমান বলেন,“আসলে বিষয়টা নতুন নয়। আমি আর আমার ভাই ছোটবেলা থেকেই পশুপাখির সঙ্গে বড় হয়েছি। তখন আমাদের বাসায় কুকুর, হাঁস-মুরগি, ছাগল—সবই ছিল। আম্মাও ছাগল পুষতেন।”
তিনি জানান, তাদের বাসায় আগে কবুতর, ময়না ও নানা রকম পাখিও ছিল।
“আমরা বরিশাল থেকে একটা ময়না এনেছিলাম, ওটা বরিশালির ভাষায় কথা বলত,” স্মৃতিচারণ করেন তিনি।
তারেক রহমান বলেন,“ছোটবেলা থেকেই প্রাণীজগতের প্রতি আমাদের ভালোবাসা আছে। এখন শুধু সেটাই সামাজিক মাধ্যমে প্রকাশ পাচ্ছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এটা গুরুত্বপূর্ণ—আল্লাহর সৃষ্টি হিসেবে প্রকৃতি ও প্রাণীর প্রতি যত্ন নেওয়া আমাদের দায়িত্ব।”
তিনি আরও যোগ করেন,“প্রকৃতি আর প্রাণীরা না থাকলে আমাদের বেঁচে থাকাও কঠিন হয়ে যাবে। প্রকৃতির ভারসাম্য রক্ষা করা মানেই নিজের অস্তিত্ব রক্ষা করা।”