| ১০ আগস্ট ২০২৫
শিরোনাম:

ড্যাপ সংশোধন: ঢাকায় ভবন নির্মাণে এফএআর দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি, উঁচু ভবনে নতুন সুযোগ

ড্যাপ সংশোধন: ঢাকায় ভবন নির্মাণে এফএআর দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি, উঁচু ভবনে নতুন সুযোগ

ঢাকা শহরের আকাশরেখায় বড় পরিবর্তনের আভাস মিলছে। রাজধানীর ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) সংশোধনের মাধ্যমে ফ্লোর এরিয়া রেশিও বা এফএআর দুই গুণ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে ঢাকার প্রায় সব এলাকায় উচ্চতার সীমা আগের তুলনায় বাড়বে এবং ছোট প্লটেও বড় আকারের ভবন নির্মাণের সুযোগ তৈরি হবে।

রাজউকের তথ্য অনুযায়ী, সংশোধিত ড্যাপে রাজধানীকে ৬৫টি জনঘনত্ব ব্লকে ভাগ করে নতুন এফএআর নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল রবিবার ১০ আগস্ট ড্যাপ সংশোধন এবং ঢাকা ইমারত বিধিমালা ২০২৫ চূড়ান্ত করার কথা রয়েছে। ইতোমধ্যে রিহ্যাব, বাংলাদেশ ইনস্টিটিউশন অব প্ল্যানার্স, রাজউক এবং উপদেষ্টা পরিষদের মতামত নিয়ে খসড়া প্রস্তুত হয়েছে। এখন কমিটির অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হবে।

 

এফএআর বা ফ্লোর এরিয়া রেশিও হলো একটি প্লটে কতটুকু মোট ফ্লোর স্পেসে ভবন নির্মাণ করা যাবে তার অনুপাত। উদাহরণস্বরূপ, ১ হাজার বর্গফুট জমির এফএআর যদি ১ দশমিক ৫ হয়, তবে মোট ১ হাজার ৫০০ বর্গফুট ফ্লোর স্পেসে ভবন নির্মাণ করা যাবে।

নতুন পরিকল্পনায় এলাকাভিত্তিক সর্বোচ্চ এফএআর নির্ধারণ করা হয়েছে গুলশান ও বনানীতে ৫ দশমিক ৫, বসুন্ধরায় ৪ দশমিক ১, বারিধারায় ৪ দশমিক ৭, ধানমন্ডিতে আবাসন এফএআর ২ দশমিক ১, জলসিঁড়ি ও উত্তরা তৃতীয় পর্বে ২ দশমিক ১ এবং মিরপুরে ২ দশমিক ০। রামপুরা, বাড্ডা, তেজগাঁও, তারাবো, হেমায়েতপুর, সাভার ও টঙ্গীতে সর্বোচ্চ এফএআর ২ দশমিক ৩। পান্থপথ, মহাখালী, নিকেতন, খিলক্ষেত, আফতাবনগর, বনশ্রীসহ বহু এলাকায় এফএআর বৃদ্ধি পাচ্ছে। বিমানবন্দর এলাকার জন্য এখনো এফএআর নির্ধারিত হয়নি।

সংশোধিত নীতিমালায় সেটব্যাক এলাকা ২৫ থেকে ৪০ শতাংশ রাখা হবে এবং আলো-বাতাস নিশ্চিত করতে ভবনের মধ্যবর্তী কৌণিক দূরত্ব কমপক্ষে ৭২ ডিগ্রি রাখার প্রস্তাব রয়েছে।

ঢাকা ইমারত বিধিমালা ২০২৫-এ নতুন কয়েকটি শর্ত যোগ করা হয়েছে। ৭০ শতাংশ বা ৪২ দশমিক ৪৩ কাঠা থেকে দেড় একরের কম জমিতে অ্যাপার্টমেন্ট বা ব্লকভিত্তিক উন্নয়নের জন্য নগর পরিকল্পনাবিদের অনুমোদন লাগবে। দেড় একরের বেশি জমিতে নির্মাণ করতে হলে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থার ছাড়পত্র নিতে হবে। নদীতীরবর্তী বা বন্যাপ্রবণ এলাকায় প্রকল্প গ্রহণের সময় বন্যা প্রবাহ এবং পানি নিষ্কাশনের প্রভাব বিবেচনা করতে হবে। এছাড়া রাস্তা প্রশস্ত করার জন্য জমি অধিগ্রহণ করলে মালিককে তিন গুণ ক্ষতিপূরণ দেওয়া হবে।

রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ মনে করেন, ঢাকায় মানুষের সংখ্যা বেশি হওয়ায় উঁচু ভবনের সুযোগ বাড়ানো জরুরি। তার মতে, বর্তমান এফএআর পর্যাপ্ত নয় এবং ন্যূনতম ৩ দশমিক ৫ থেকে ৪ দশমিক ০ হওয়া উচিত, যাতে আটতলা ভবন নির্মাণ সম্ভব হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের প্রেসিডেন্ট আদিল মোহাম্মাদ খান বলেছেন, এফএআর বৃদ্ধিতে আলো-বাতাসের প্রবাহ কমে যাবে, আকাশ দেখা কঠিন হবে এবং কাঠামোগত বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তিনি মনে করেন, বর্তমান এফএআরই ঢাকার জন্য যথেষ্ট এবং নতুন নীতিমালা ব্যবসায়ীদের স্বার্থে বেশি উপযোগী।

২০২২ সালের ২৪ আগস্ট কার্যকর হওয়া ড্যাপ শুরু থেকেই ডেভেলপার ও জমির মালিকদের আপত্তির মুখে পড়ে। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারকেও সংশোধনের দাবি জানানো হয়। সর্বশেষ গত ২০ মে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন রাজউক ঘেরাও করে ড্যাপ সংশোধনের আল্টিমেটাম দেয়।

এই সংশোধনের মাধ্যমে আবাসন ব্যবসায়ীরা বড় প্লটের পাশাপাশি ছোট প্লটেও বহুতল ভবন নির্মাণে আগ্রহী হবেন বলে আশা করা হচ্ছে। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন, এটি ঢাকার ভবিষ্যৎ নগরায়ন ও পরিবেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়াই ৯ জনের

ড্যাপ সংশোধন: ঢাকায় ভবন নির্মাণে এফএআর দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি, উঁচু ভবনে নতুন সুযোগ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের (বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং) ভর্তি পরীক্ষা আজ রবিবার (১০ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ও বিকেল— দুই শিফটে নেওয়া হবে এই পরীক্ষা, যেখানে প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৯ জন শিক্ষার্থী।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন ৬ হাজার ৪২৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন ১০টি বিভাগে মোট ৭৫০টি আসনের জন্য।

 

আসন বিন্যাস:

বড় বিভাগসমূহ: সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং— প্রতিটি বিভাগে ১২০টি করে আসন, মোট ৬০০টি।

 

ছোট বিভাগসমূহ: আর্কিটেকচার, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং— প্রতিটি বিভাগে ৩০টি করে আসন, মোট ১৫০টি।

 

 

ভর্তি প্রক্রিয়ার অগ্রগতি:

আবেদন গ্রহণ শুরু হয় ২৮ মে এবং শেষ হয় ৩০ জুন। যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় ২৪ জুলাই, এরপর প্রার্থীরা ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করেন।

 

পরীক্ষার কাঠামো ও সময়সূচি:

পরীক্ষা দুটি পত্রে (নন-টেক ও টেক) মোট ৩০০ নম্বরের হবে এবং আড়াই ঘণ্টায় (এমসিকিউ ও লিখিত) সম্পন্ন হবে।

 

পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটি ভবনে— পুরাতন একাডেমিক ভবন, সৈয়দ নজরুল ইসলাম একাডেমিক ভবন এবং টেক্সটাইল ওয়ার্কশপ ভবন।

 

প্রথম শিফট (সকাল ৯:৩০ – দুপুর ১২:০০): সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার।

 

দ্বিতীয় শিফট (দুপুর ২:০০ – বিকেল ৪:৩০): ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ফুড ইঞ্জিনিয়ারিং।

 

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করে ভর্তি পরীক্ষা সম্পন্নের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঝিনাইদহ সীমান্তে আটক সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীন

ড্যাপ সংশোধন: ঢাকায় ভবন নির্মাণে এফএআর দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি, উঁচু ভবনে নতুন সুযোগ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আটক রিয়াজ উদ্দীন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জেলেপোতা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের নেতা ডা. দীপু মনির ভাগ্নে এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) দুপুরে স্থানীয় জনতা রিয়াজ উদ্দীনকে তিন দালালের সঙ্গে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করেন। আটক দালালরা হলেন—সীমান্ত এলাকার চিহ্নিত দালাল ফয়েজ উদ্দীন ও মিনহাজ উদ্দীন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ টাকা নিয়ে রিয়াজ উদ্দীন ভারতে পালানোর চেষ্টা করছিলেন। এ সময় অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি তাকে আটক করে টাকার ব্যাগ কেড়ে নিয়ে মহেশপুরের দালালদের হাতে তুলে দেন।

শনিবার দুপুরে সীমান্ত থেকে প্রায় সাত কিলোমিটার ভেতরে জেলেপোতা গ্রামের বাসিন্দারা তিন দালালের সঙ্গে রিয়াজ উদ্দীনকে দেখে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে মহেশপুর ৫৮ বিজিবি ও থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীনসহ তিন দালালকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শ্যামনগর প্রেসক্লাবের মানববন্ধন

ড্যাপ সংশোধন: ঢাকায় ভবন নির্মাণে এফএআর দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি, উঁচু ভবনে নতুন সুযোগ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ছামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে ও গাজী আল ইমরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, রিপোর্টাস ক্লাবের আহবায়ক জি এম খলিলুর রহমান, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইসলাম ইমন, সিনিয়র সাংবাদিক প্রকৌশলী আফজালুর রহমান, হুসাইন বিন আফতাব সহ সাংবাদিক নেতৃবৃন্দ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ভিডিও ধারণের অপরাধে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে ‌।

শ্যামনগরের সাংবাদিক সমাজ চাঁদাবাজি, দূর্নীতি ও সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।

মানববন্ধনে শ্যামনগরের শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

×