সাটুরিয়ায় সাংবাদিক আবুবকর সিদ্দিকের সম্মানহানির অপচেষ্টা, কুচক্রী মহলের বিরুদ্ধে ক্ষোভ

মানিকগঞ্জের সাটুরিয়ায় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক আবুবকর সিদ্দিক জানান, শুধু হামলার শিকারই হননি, হামলার পর শুরু হয়েছে তার বিরুদ্ধে অপপ্রচার ও সম্মানহানির অপচেষ্টা।
সম্প্রতি ধামরাই থেকে আসা এক কথিত পল্লী চিকিৎসক কাশেম তার ওপর হামলা চালান। আবুবকর থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত কাশেমকে গ্রেপ্তার করে। আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
কিন্তু এখানেই শেষ নয়। অভিযোগ উঠেছে, কাশেমকে রক্ষা করতে গিয়ে একটি কুচক্রী মহল সাংবাদিক আবুবকরের বিরুদ্ধে সামাজিক ও প্রশাসনিক মহলে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। এমনকি তাকে জড়ানোর চেষ্টা চলছে বিভিন্ন ভিত্তিহীন মামলায়।
সাংবাদিক আবুবকর বলেন, আমি শুধু পেশাগত দায়িত্ব পালন করেছি। কিন্তু এখন আমার পরিবারকে নিয়েও আতঙ্কে থাকতে হচ্ছে। এই পরিস্থিতি একজন সাংবাদিকের জন্য খুবই দুর্ভাগ্যজনক।
তিনি প্রশাসনের কাছে দাবি জানান, শুধু গ্রেপ্তারই নয়, হামলার সঙ্গে জড়িত সব ব্যক্তিকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
স্থানীয় বাসিন্দারাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, একজন সাংবাদিককে ভয়ভীতি দেখিয়ে থামানো যাবে না। আমরা তারপাশে আছি।