শিশুসন্তান কোলে ছাত্রলীগ নেতার হাজতবাস, দুই পুলিশ সদস্য ক্লোজড

হবিগঞ্জে আদালতের হাজতখানায় শিশুসন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা ছাত্রলীগ নেতার একটি আবেগঘন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপরই পুলিশের দুই সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
বিষয়টি ঘটে ছাত্রলীগের হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে ঘিরে। গত সোমবার, মামলার হাজিরার জন্য কারাগার থেকে তাকে আদালতের হাজতখানায় নিয়ে আসা হয়। এসময় তার স্ত্রী সদ্যজাত সন্তানকে নিয়ে আদালতে আসেন। সন্তানকে এক নজর কোলে নিতে জাকির হোসেন পুলিশের কাছে আকুতি জানান। উপস্থিত পুলিশ সদস্যরা আবেগে সাড়া দিয়ে তাকে কোলে নিতে দেন তার শিশুকে।
এই মুহূর্তটির একটি ছবি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসলে দায়িত্বে থাকা এএসআই সবুজ চন্দ ও কনস্টেবল উজ্জ্বল মিয়াকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি একটি মানবিক মুহূর্ত হলেও, বিধিবহির্ভূত কর্মকাণ্ড হিসেবে পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের ১৫ জানুয়ারি হবিগঞ্জ শহরের কোর্ট জামে মসজিদের সামনে থেকে জাকির হোসেনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশের হাতে তুলে দেয়। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।