আগস্টে দেশের প্রথম বন্যার শঙ্কা সতর্ক করলেন গবেষক পলাশ

চলতি আগস্ট মাসেই দেশে বর্ষা মৌসুমের প্রথম বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি জানান, আগামী ৬ আগস্ট থেকে ২৫ আগস্টের মধ্যে বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ও আবহাওয়াডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ আজ রবিবার (৩ আগস্ট) তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ সতর্কবার্তা জানান।
তিনি উল্লেখ করেন, পদ্মা ও যমুনা নদীর তীরবর্তী জেলাগুলোতে এ বন্যায় প্লাবনের আশঙ্কা রয়েছে। এই বন্যা বর্ষা মৌসুমের প্রথম বড় ধরনের জলাবদ্ধতা তৈরি করতে পারে বলে তিনি পূর্বাভাস দিয়েছেন।
এদিকে, আবহাওয়া অধিদফতরের রোববার সকাল ৯টার পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়,
“রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।”
তাপমাত্রার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।
বিঃদ্রঃ যদি বৃষ্টি ও নদীর পানি প্রবাহ অব্যাহত থাকে, তাহলে আগস্ট মাসেই দেশের বেশ কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। স্থানীয় প্রশাসন ও জনসাধারণকে সর্তক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়াবিদরা।