নৌ ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস : ছবি-সংগৃহীত
নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির জন্য গঠিত নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার সকালে নৌবাহিনী সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এই পর্ষদের আওতায় নৌবাহিনীতে লেফটেন্যান্ট কমান্ডার থেকে কমান্ডার, কমান্ডার থেকে ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন থেকে কমডোর পদে এবং বিমানবাহিনীতে স্কোয়াড্রন লিডার থেকে উইং কমান্ডার, উইং কমান্ডার থেকে গ্রুপ ক্যাপ্টেন এবং গ্রুপ ক্যাপ্টেন থেকে এয়ার কমডোর পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু হবে।
অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস তার বক্তব্যে বলেন,
“নৌ ও বিমানবাহিনী শুধু দেশের সীমান্ত রক্ষায় নয়, বরং প্রাকৃতিক দুর্যোগ, মানবিক সহায়তা এবং নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে তারা জনগণের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করেছে।”
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই বাহিনীগুলো সংবিধান ও দেশপ্রেমের প্রতি অঙ্গীকার রেখে দুর্যোগ মোকাবিলায় জনগণের পাশে থাকবে।
এ সময় তিনি নির্বাচনী পর্ষদকে দেশপ্রেমিক, পেশাদার ও নৈতিকভাবে দৃঢ় কর্মকর্তাদের বাছাই করার আহ্বান জানান।
অনুষ্ঠানে নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে প্রধান উপদেষ্টা নৌবাহিনী সদর দপ্তরের প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন এবং বাহিনী ও দেশের সমৃদ্ধির কামনা করেন।