নারায়ণগঞ্জে ভাবিকে কু’পি’য়ে হ’ত্যা থানায় আত্মসমর্পণ করলেন ভাসুর

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় ভাবিকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন ভাসুর রবিউল হাসান আবির। নিহত নারীর নাম নদী আক্তার।
রবিবার (৩ আগস্ট) ভোরে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে বলে নিশ্চিত করেছেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী।
তিনি জানান, “ভোর সাড়ে ৬টার দিকে নদী আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন রবিউল হাসান আবির। এরপর তিনি নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন।”
অভিযুক্ত আবির বন্দর উপজেলার মৃত আবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি লিয়াকত আলী আরও জানান, “হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
এদিকে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, বিস্তারিত তথ্য তদন্তের পর জানানো হবে।