রাবিতে প্রভাষক নিয়োগে রেফারেন্সযুক্ত প্রবেশপত্র ফাঁস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রভাষক নিয়োগে একটি প্রার্থীর প্রবেশপত্র রেফারেন্সসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। শনিবার (২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খানের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘স্টোরি’ হিসেবে প্রবেশপত্রটি ছড়িয়ে পড়ে।
ছবিতে দেখা যায়, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক পদের প্রার্থী আজমীরা আরেফিনের প্রবেশপত্রে সুপারিশকারী হিসেবে নাম রয়েছে জামায়াতে ইসলামীর সাবেক এমপি লতিফুর রহমানের। তিনি ১৯৮৬ ও ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে জামায়াতের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বিষয়টি নিয়ে সমালোচনার মুখে উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, “কীভাবে প্রবেশপত্রটি স্টোরিতে এসেছে, বুঝতে পারিনি। হয়তো আমার ছেলে মোবাইলে গেম খেলার সময় ভুলবশত আপলোড হয়ে গেছে।”
তিনি আরও জানান, “প্রায় প্রতিদিনই বিভিন্ন আবেদনকারী, তাদের আত্মীয়-স্বজন বা পরিচিতজনেরা প্রবেশপত্র ও সিভি দিয়ে যান। অনেকে হোয়াটসঅ্যাপে পাঠান বা ফোনে সুপারিশ জানান। তবে এগুলো মৌখিক বা লিখিত পরীক্ষায় কোনো প্রভাব ফেলে না।”
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “একজন সাবেক এমপি কয়েকদিন আগে ফোন করে এলাকার একজন প্রার্থীর ব্যাপারে কথা বলেন এবং তার প্রবেশপত্র পাঠান। আমার কাছে ছাত্র, শিক্ষক, রাজনৈতিক পরিচিতজনদের বহু সুপারিশ থাকে, কিন্তু তা নিয়োগে প্রভাব বিস্তার করে না। এই ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”
প্রবেশপত্রে সাক্ষাৎকারের স্থান হিসেবে উপাচার্যের দপ্তর এবং সময় উল্লেখ ছিল আগামীকাল সোমবার সকাল ১০টা।