জওয়ান ছবির জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ খান

শাহরুখ খান : ছবি-সংগৃহীত
চলচ্চিত্র ক্যারিয়ারে ৩৩ বছর পেরিয়ে অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করলেন বলিউড কিং শাহরুখ খান। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার জওয়ান ছবির জন্য ‘সেরা অভিনেতা’-র পুরস্কার পেয়েছেন তিনি। এই অর্জনে খুশির জোয়ার শাহরুখ ভক্তদের মাঝে। তবে পুরস্কার পাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা।
প্রশ্ন উঠছে—‘কাভি হা কাভি না’, ‘স্বদেশ’, ‘চক দে ইন্ডিয়া’-র মতো প্রশংসিত ছবির জন্য নয়, বরং জওয়ান-এর মতো একটি মশালা ছবির জন্যই কেন শাহরুখ এই সম্মান পেলেন?
২০০৫ সালে যখন সাইফ আলি খান ‘হাম তুম’ ছবির জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পান, তখন এক পুরস্কার অনুষ্ঠানে শাহরুখ বলেছিলেন, “স্বদেশ ছবির জন্য আমারও পুরস্কার পাওয়া উচিত ছিল।”
২০২৩ সাল শাহরুখ খানের জন্য ছিল ফিরে আসার বছর। টানা কয়েকটি ফ্লপ ছবির পর পাঠান, জওয়ান এবং ডাঙ্কি—এই তিন হিট সিনেমায় যেন আবার বলিউডে ফিরেছে ‘শাহরুখরাজ’।
তবে সমালোচকদের মতে, জওয়ান ছিল একটি গ্রাফিক্সনির্ভর অ্যাকশনধর্মী মেগা-এন্টারটেইনার, যেখানে অভিনয়ের গভীরতার তুলনায় ভিজ্যুয়াল চমকই বেশি ছিল। অনেক ভক্ত ও চলচ্চিত্র বিশ্লেষক মনে করেন, শাহরুখের এই জাতীয় পুরস্কার পাওয়া উচিত ছিল ‘স্বদেশ’ কিংবা ‘চক দে ইন্ডিয়া’র মতো শক্তিশালী পারফরম্যান্সের জন্য।
শাহরুখ নিজেও এক সময় এমন মনোভাব প্রকাশ করেছিলেন। তবুও, দীর্ঘ ক্যারিয়ারে এই সম্মান পাওয়া তার ভক্তদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।