২৪ বছর মদের নেশা থেকে দূরে জনি লিভার জীবন বদলের অনুপ্রেরণা

জনি লিভার : ছবি-সংগৃহীত
বলিউডের কিংবদন্তি কমেডিয়ান জনি লিভার পর্দায় যেমন ছিলেন হাসির রাজা, বাস্তব জীবনে তিনি লড়েছেন এক গভীর অন্ধকারের সঙ্গে—মদের নেশা। নব্বইয়ের দশক থেকে ২০০০ সালের গোড়া পর্যন্ত, যখন বছরে তার ১৫-২০টি সিনেমা মুক্তি পেত, তখন অভিনয়ের পাশাপাশি গভীর রাতে জুহু সৈকতে একা বসে মদ্যপান করতেন তিনি।
এক সাক্ষাৎকারে জনি বলেন, “প্রায় প্রতিদিন রাত ৪টা পর্যন্ত জুহু সৈকতে বসে মদ খেতাম। পুলিশ চিনে বলত, ‘জনি ভাই কী করছো এসব? যাও, গাড়ির মধ্যে বসে খাও।’”
এই নেশা তাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিল। কিন্তু অবশেষে নিজের জীবনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন তিনি। গত ২৪ বছর ধরে জনি লিভার মদের ছায়াও মাড়াননি। নেশামুক্ত জীবন বেছে নিয়ে তিনি এখন অন্যদের জন্য অনুপ্রেরণা।
বর্তমান প্রজন্মকে উদ্দেশ করে জনি বলেন,
“যাই করো, সীমার মধ্যে থেকো। অতিরিক্ত কিছুই ভালো না।”
জনির এই জীবনসংগ্রাম এবং বদলে যাওয়ার গল্প দেখিয়ে দেয়—পর্দার হাসির পেছনেও থাকতে পারে যন্ত্রণার দীর্ঘ ছায়া, যা সাহস আর আত্মশক্তিতে জয় করা সম্ভব।