টাঙ্গাইলে চাঁ’দা’বা’জি’র ঘটনায় বিএনপির ৩ নেতা বহিষ্কার

টাঙ্গাইলের এক মাছ ব্যবসায়ীর কাছে ‘কিলার গ্যাং’ পরিচয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার হওয়া বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) রাতে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন এবং সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত তিন নেতা হলেন:
- শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক জুবায়ের
- শহর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড সভাপতি গোলাম রাব্বানী
- শহর বিএনপির সদস্য ও ৮ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক শাহ আলম
এর আগে শনিবার ভোরে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে বিএনপির ওই তিন নেতা ছিলেন। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে তাদের দলীয় প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
চাঁদাবাজির ঘটনা কীভাবে ঘটেছে?
পুলিশ জানায়, গত ৩১ জুলাই রাতে মাছ ব্যবসায়ী আজাহারুল ইসলামের এক কর্মচারীর হাতে এক অজ্ঞাত ব্যক্তি একটি চিঠি ধরিয়ে দেন। পরদিন সকালে ওই কর্মচারী চিঠিটি আজাহারুলকে দেন।
চিঠিতে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং হুমকি দেওয়া হয় যে, বিষয়টি কাউকে জানালে বা আইনগত পদক্ষেপ নিলে তাকে হত্যা করা হবে। পরে ভুক্তভোগী শুক্রবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন।