জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট দেশজুড়ে জামায়াতের গণমিছিল

আসন্ন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আগামী মঙ্গলবার (৫ আগস্ট) সারাদেশে গণমিছিল কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়, পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকল মহানগর ও জেলা শাখায় একযোগে শান্তিপূর্ণ গণমিছিল অনুষ্ঠিত হবে। কর্মসূচি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সফল করতে সব শাখাকে সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জানানো হয়েছে।
সবার প্রতি আহ্বান:অধ্যাপক পরওয়ার দেশের সাধারণ জনগণ, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের এই গণমিছিলে অংশগ্রহণের জন্য অনুরোধ জানান। একই সঙ্গে সুশৃঙ্খলভাবে কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
জুলাই অভ্যুত্থানকে ‘ঐতিহাসিক ছাত্র-জনতার গণপ্রতিরোধ’ হিসেবে উল্লেখ করে জামায়াত জানিয়েছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।