রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি শেখ হাসিনার মা’ম’লা’য় সাক্ষ্যগ্রহণ শুরু

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন : ছবি-সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হিসেবে আজ (রবিবার) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
সকাল সাড়ে ৯টার দিকে তাকে আদালতে আনা হয়। এদিন প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও জুলাই আন্দোলনের আহতদের প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বিষয়টি গতকাল (২ আগস্ট) নিশ্চিত করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
বিচারপক্রিয়া ও মামলার অগ্রগতি: ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধ নিয়ে গঠিত নতুন ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ৫০০টির বেশি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে শেখ হাসিনাসহ চারটি মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
অন্যদিকে, ওবায়দুল কাদেরসহ আরও ১৭ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে তদন্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানায় প্রসিকিউশন।
শেখ হাসিনা ও মামলার অন্যান্য আসামি: শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল: পলাতক, তবে তাদের সর্বশেষ ঠিকানায় ওয়ারেন্ট পাঠানো হয়েছে।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন: অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে সহযোগিতা করছেন।
একতরফা বিচার চলবে আন্তর্জাতিক আইনে: শেখ হাসিনা অনুপস্থিত থাকলেও আন্তর্জাতিক আইনের নিয়ম অনুসারে একতরফা বিচার কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।
এর আগে, ১০ জুলাই, বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচার শুরুর নির্দেশ দেন।