শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহ’ত্যা মা’ম’লার সাক্ষ্যগ্রহণ শুরু আজ

শেখ হাসিনা : ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলোচিত জুলাই গণহত্যা মামলার সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্যগ্রহণ আজ রবিবার (৩ আগস্ট) অনুষ্ঠিত হবে। আদালতের অনুমতি সাপেক্ষে এই কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।
গতকাল শনিবার (২ আগস্ট) মামলার প্রসিকিউটর গাজী এম এইচ তামিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রথম দিন জুলাই আন্দোলনের আহতরা ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন।
এর আগে, ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে এ আদেশ দেন।
আসামিদের বর্তমান অবস্থা:
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল: পলাতক
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন: অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন
মানবতাবিরোধী অপরাধে এই মামলাটি দেশের বিচার ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠছে। আন্তর্জাতিক অঙ্গনেও মামলাটি নজর কাড়ছে।