‘বরবাদ’ সিনেমায় ডাবিংয়ের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ দিলরুবা দোয়েলের

ঢাকাই সিনেমার সাম্প্রতিক সফল ছবি ‘বরবাদ’-এর পরিচালক মেহেদী হাসান হৃদয়ের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলেছেন অভিনেত্রী দিলরুবা দোয়েল।
যদিও ‘বরবাদ’ সিনেমায় সরাসরি অভিনয় করেননি, তবে ইধিকা পালের চরিত্রের কিছু অংশের ডাবিং করেছেন দোয়েল। সেই কাজের পারিশ্রমিক এখনও পাননি বলে অভিযোগ করেন তিনি।
এক গণমাধ্যমে দোয়েল বলেন, “হৃদয় ভাইয়ের সহকারী আমাকে ফোন করে জানান, সেন্সরের জন্য জরুরি ভিত্তিতে ইধিকার ডাবিং করতে হবে। আমি স্পট পেমেন্ট চাইলেও পরে কোনো অর্থ দেওয়া হয়নি। এমনকি পরিচালক আমার ফোনও ধরেননি।”
তিনি আরও বলেন, “টাকার চেয়ে সম্মানটাই বড়। যারা এত বড় বড় কথা বলেন, তারা যদি শিল্পীদের পারিশ্রমিক না দেন, তাহলে কাদের জন্য সিনেমা বানানো হচ্ছে?”
এ নিয়ে নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেন, “আমি জানতামই না এই বিষয়টি। আমি ওনার নাম্বারও চিনিনি। যদি ওনি টেক্সট করতেন তাহলে হয়তো যোগাযোগ করতাম। আর সিনেমায় আমার একজন এডি বাংলাদেশ থেকে ছিলেন, বাকিরা সবাই ভারতীয়।”
তবে দোয়েল বলছেন, শুধুমাত্র অর্থ নয়, বিষয়টি পেশাদারিত্ব এবং সম্মানের সঙ্গে জড়িত। “রাত ১২টায় ফোন করে যখন কাজ চাওয়া হয়, তখন তো শিল্পীদের সম্মানও রক্ষা করা উচিত,”— বলেন তিনি।