রিয়ালের বিপক্ষে লড়াইয়ে প্রস্তুত বার্সা তারকা গাভি চান অধিনায়ক হতে

দীর্ঘ চোটের বিরতির পর বার্সেলোনার তরুণ মিডফিল্ডার গাভি মাঠে ফিরেছেন নতুন উদ্দীপনায়। নতুন মৌসুম শুরুর আগেই প্রাক-মৌসুম প্রস্তুতিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। দক্ষিণ কোরিয়ায় চলমান বার্সেলোনার প্রাক-মৌসুম সফরে গাভিকে দেখা গেছে অধিনায়কের আর্মব্যান্ড পরতেও।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে গাভি জানান, তিনি প্রস্তুত চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াইয়ের জন্য।
গাভির ভাষায়, “রিয়াল অবশ্যই আমাদের নিয়ে চিন্তিত থাকবে। গত মৌসুমে আমরা চারবার মুখোমুখি হয়ে চারটিতেই জিতেছি—যা আগে কখনো হয়নি।”
উল্লেখ্য, ১৯৮২-৮৩ মৌসুমে বার্সা রিয়ালের বিপক্ষে পাঁচ ম্যাচের চারটিতে জয় পেয়েছিল, আর একটি ছিল ড্র।
রিয়াল এবার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলে নিলেও গাভি আত্মবিশ্বাসী, “ওরা দলে ভালো খেলোয়াড় এনেছে, কিন্তু আমাদের নিজেদের খেলাটা ঠিকভাবে খেলতে হবে।”
বার্সার নতুন প্রতিভা লামিনে ইয়ামাল নিয়েও উচ্ছ্বসিত গাভি। তিনি বলেন, “আশা করি ইয়ামাল এবারই ব্যালন ডি’অর জিতবে। যদি না-ও পারে, সে তো মাত্র ১৮! ভবিষ্যতে সে অনেক কিছু জিতবে।”
প্রায় ১১ মাসের ইনজুরির পর গাভি আবার বার্সার স্কোয়াডে নিয়মিত হওয়ার চেষ্টা করছেন। “গত মৌসুমের শেষদিকে আমি ভালো ছন্দে ছিলাম। এবার নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করেছি। আমাদের দলে বিশ্বের সেরা মিডফিল্ডাররা আছে, তাই একাদশে জায়গা পাওয়া কঠিন হলেও আমি সবসময় নিজের সেরাটা দিতে চেষ্টা করি।”
অধিনায়ক হওয়ার স্বপ্ন
গাভির আরেক স্বপ্ন হলো বার্সার অধিনায়ক হওয়া। তিনি বলেন, “আমি সবসময় অধিনায়ক হতে চেয়েছি। আর্মব্যান্ড পরলে গর্ববোধ করি। দলটিতে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছেন, তাদের কাছ থেকে শিখছি। তবে একদিন আমি নিজেই এই দলে নেতৃত্ব দিতে চাই।”