“জিয়াউর রহমান ছিলেন শ্রমিকবান্ধব নেতা: আশুলিয়ায় বিএনপির প্রতিবাদ সমাবেশে বক্তৃতা”

বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসে একজন প্রকৃত শ্রমিকবান্ধব নেতা। শ্রমিকদের উন্নয়নের মূল শক্তি হিসেবে বিবেচনা করতেন তিনি।
বুধবার (৩০ জুলাই) সাভারের আশুলিয়ায় ঢাকা জেলা বিএনপির আয়োজনে আয়োজিত “জুলাই অভ্যুত্থান ২০২৪ : নারকীয় আশুলিয়া স্মরণে” এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “জিয়াউর রহমান নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করতেন। খাল খনন থেকে শুরু করে মাটি কাটার মতো কাজেও তিনি সরাসরি অংশ নিতেন। শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করাই ছিল তার মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিয়েছেন। তার সময়ে শ্রম আইন সংস্কার, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠনসহ নানা উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।
🔍 তারেক রহমানের বার্তা:
মোর্শেদ হাসান বলেন, তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা পরিকল্পনায় শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
উদাহরণস্বরূপ—
১৭ নম্বর দফায় উল্লেখ রয়েছে, “মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য অনুযায়ী শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে।”
১৪ নম্বর দফায় রয়েছে, “দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে, যাতে ৮ কোটিরও বেশি শ্রমিক ও তাদের পরিবার সুশাসনের সুবিধা পায়।”