৩ আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি

জুলাই মাসজুড়ে সারাদেশে অনুষ্ঠিত “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি শেষ করে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আগামী ৩ আগস্ট, রোববার, রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাপত্র প্রকাশ করবেন।
শনিবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপি জানায়, বিগত এক মাসজুড়ে দেশের বিভিন্ন জনপদ ঘুরে সাধারণ মানুষের মতামত ও প্রত্যাশা সংগ্রহ করেছে দলটি। সেই নাগরিক ভাবনা, চাওয়া-পাওয়া ও সমস্যার ভিত্তিতেই গঠন করা হয়েছে “নতুন বাংলাদেশের” ইশতেহার।
বিবৃতিতে বলা হয়, জুলাই পদযাত্রায় শ্রমিক, কৃষক, দিনমজুর, গৃহিণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছে এনসিপি। নেতাকর্মীরা প্রতিশ্রুতি দিয়েছিলেন—এই কথাগুলোই তুলে ধরা হবে জাতীয়ভাবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই আগামীকাল ইশতেহার ঘোষণা করা হবে।
উল্লেখযোগ্য বিষয় হলো, একই স্থানে ২০২৪ সালের এক দফা ঘোষণাও দেওয়া হয়েছিল। সেই শহীদ মিনারে এবার নতুন প্রত্যাশা ও প্রতিশ্রুতি নিয়ে হাজির হবে এনসিপি।
এই কর্মসূচির মাধ্যমে এনসিপি ঘোষণা করবে জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী করণীয় ও আন্দোলনের রূপরেখা। সারাদেশ থেকে নেতাকর্মীদের শহীদ মিনারে উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছে দলটি।