| ২ আগস্ট ২০২৫
শিরোনাম:

৩ আগস্ট আসছে বড় চমক, নতুন বার্তা দিল এনসিপি

৩ আগস্ট আসছে বড় চমক, নতুন বার্তা দিল এনসিপি

বাংলাদেশের রাজনীতিতে নতুন এক ইতিহাস রচনার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ভাষ্য অনুযায়ী, আগামী ৩ আগস্ট হতে যাচ্ছে দেশের জন্য একটি ঐতিহাসিক দিন।

 

সারা দেশের নেতাকর্মীদের উদ্দেশে নতুন বার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার রাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক ঘোষণায় বলা হয়, জুলাই মাসব্যাপী সফলভাবে অনুষ্ঠিত হয়েছে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।

 

ঘোষণায় উল্লেখ করা হয়, গত এক মাসে দেশের বিভিন্ন অঞ্চল—গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা—সর্বত্র মানুষের সঙ্গে কথা বলেছেন এনসিপির নেতারা। কৃষক, শ্রমিক, দিনমজুর, গৃহিণীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভাবনা ও চাওয়া তারা সরাসরি শুনেছেন।

 

দলটির ভাষ্যমতে, “যেখানে ২০২৪ সালের ৩ আগস্ট এক দফার ঘোষণা হয়েছিল, সেই শহীদ মিনারে আবারও আসছেন নাহিদ ইসলাম। সেখানে তুলে ধরা হবে বিগত এক মাস ধরে সংগৃহীত মানুষের মতামত, ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং এনসিপির প্রতিশ্রুতি।”

 

এছাড়া জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

 

পোস্টে আরও বলা হয়, আগামী ৩ আগস্ট দেশের জন্য হবে একটি ঐতিহাসিক দিন। এজন্য সারা দেশের নেতাকর্মীদের ঢাকায় সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রতিটি জেলা ও উপজেলা সমন্বয় কমিটিকে এই কর্মসূচি সফল করার নির্দেশনা দিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

 

ঘোষণার শেষ বাক্যে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে:

“আগামী ৩ আগস্ট বাংলাদেশের জন্য আসছে নতুন কিছু। দেখা হবে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রান্তে।”

৩ আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি

৩ আগস্ট আসছে বড় চমক, নতুন বার্তা দিল এনসিপি

জুলাই মাসজুড়ে সারাদেশে অনুষ্ঠিত “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি শেষ করে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আগামী ৩ আগস্ট, রোববার, রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাপত্র প্রকাশ করবেন।

শনিবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপি জানায়, বিগত এক মাসজুড়ে দেশের বিভিন্ন জনপদ ঘুরে সাধারণ মানুষের মতামত ও প্রত্যাশা সংগ্রহ করেছে দলটি। সেই নাগরিক ভাবনা, চাওয়া-পাওয়া ও সমস্যার ভিত্তিতেই গঠন করা হয়েছে “নতুন বাংলাদেশের” ইশতেহার।

বিবৃতিতে বলা হয়, জুলাই পদযাত্রায় শ্রমিক, কৃষক, দিনমজুর, গৃহিণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছে এনসিপি। নেতাকর্মীরা প্রতিশ্রুতি দিয়েছিলেন—এই কথাগুলোই তুলে ধরা হবে জাতীয়ভাবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই আগামীকাল ইশতেহার ঘোষণা করা হবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, একই স্থানে ২০২৪ সালের এক দফা ঘোষণাও দেওয়া হয়েছিল। সেই শহীদ মিনারে এবার নতুন প্রত্যাশা ও প্রতিশ্রুতি নিয়ে হাজির হবে এনসিপি।

এই কর্মসূচির মাধ্যমে এনসিপি ঘোষণা করবে জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী করণীয় ও আন্দোলনের রূপরেখা। সারাদেশ থেকে নেতাকর্মীদের শহীদ মিনারে উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছে দলটি।

সুন্দরবন স্কয়ার মার্কেটে আ’গু’ন কাজ করছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

৩ আগস্ট আসছে বড় চমক, নতুন বার্তা দিল এনসিপি

ঢাকার গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার মার্কেটের পাঁচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের পাঁচ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ডে মার্কেটের বিভিন্ন দোকানে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। স্থানীয়রা নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করছেন এবং আশপাশের এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিতে বিপরীত পরিস্থিতি ভারত-পাকিস্তানে

৩ আগস্ট আসছে বড় চমক, নতুন বার্তা দিল এনসিপি

মার্কিন শুল্ক নীতিতে ভারতের ওপর ট্যারিফ বাড়লেও পাকিস্তান পেয়েছে ছাড় ও বিনিয়োগের প্রতিশ্রুতি—ফলে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে সম্পূর্ণ বিপরীতমুখী বাণিজ্যিক পরিস্থিতি।

বিশ্ব বাণিজ্য যখন মার্কিন শুল্ক ঝড়ে টালমাটাল, তখন দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান পড়েছে ভিন্নধর্মী অবস্থানে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বারবার ‘বন্ধু’ বললেও, ভারতের ওপর শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশে উন্নীত করেছেন। বিপরীতে পাকিস্তানের শুল্ক কমিয়ে করা হয়েছে ১৯ শতাংশ এবং বিনিয়োগ বৃদ্ধির ইঙ্গিত মিলেছে নতুন চুক্তিতে।

এর ফলে ভারতের ব্যবসায়ী মহলে হতাশা ও উদ্বেগ দেখা দিলেও পাকিস্তানে ছড়িয়ে পড়েছে স্বস্তির বার্তা।

বিশেষ করে ভারতের পোশাক ও অলঙ্কার খাত সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। এক ভারতীয় ব্যবসায়ী জানান, “আমরা আশা করেছিলাম শুল্ক সর্বোচ্চ ২০ শতাংশে সীমিত থাকবে। এতে বাংলাদেশ, চীন ও ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে সুবিধা হতো।”

অন্যদিকে অলঙ্কার খাতে শ্রমিকদের কর্মসংস্থানও হুমকির মুখে। “শ্রমিকরা মাসে ১৫-২০ দিন কাজ না করেই বসে থাকেন,” জানান এক অলঙ্কার শিল্পী।

পাকিস্তানের ক্ষেত্রে চিত্র সম্পূর্ণ ভিন্ন। যুক্তরাষ্ট্র তাদের জন্য শুল্ক কমানোর পাশাপাশি বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে। জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও খনিজ খাতে আমেরিকান বিনিয়োগ পাকিস্তানের অর্থনীতিকে চাঙা করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এক পাকিস্তানি ব্যবসায়ী বলেন, “এটি শুধু বাণিজ্য চুক্তি নয়—এতে আমদানি-রফতানি বাড়বে এবং কোম্পানির মধ্যে বিনিয়োগ সহযোগিতা গড়ে উঠবে।”

বিশ্লেষকরা মনে করছেন, ভারত এই সংকট মোকাবিলায় অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণ ও রপ্তানিমুখী নীতিতে জোর দিলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব।

×