শাহবাগে নতুন মব তৈরির আশঙ্কা: রাশেদ খাঁনের হুঁশিয়ারি

রাশেদ খাঁন : ছবি-সংগৃহীত
রাজধানীর শাহবাগে আবারও নতুন একটি ‘মব’ তৈরির আশঙ্কা প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। বৃহস্পতিবার (৩১ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, ‘যতটুকু তথ্য পেয়েছি, শাহবাগ কেন্দ্রিক আরেকটি মব গঠনের চেষ্টা চলছে।’
রাশেদ খাঁন লিখেছেন, “জুলাই যোদ্ধা” নামের একটি পরিচয়ে শাহবাগে জড়ো হওয়ার ডাক দেওয়া হয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা যখন চলমান, তখন হঠাৎ করে শাহবাগ অবরোধ কেন?’ তিনি মনে করেন, এ ধরনের কর্মসূচি রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার মাধ্যমে একটি নতুন ১/১১ পরিস্থিতি তৈরির অপচেষ্টা।
রাশেদ আরো বলেন, ‘জুলাই যোদ্ধা কি কেবল এই ২০০ বা ১০০ জন? সারাদেশে রয়েছে কোটি কোটি মানুষ যারা জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন। তাই মুক্তিযুদ্ধ মঞ্চের স্টাইলে বিভ্রান্তিকর রাজনীতি বন্ধ করতে হবে।’
তিনি আরও হুঁশিয়ার করে বলেন, ‘অরাজক পরিস্থিতি তৈরি করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করলে তার খেসারত সবচেয়ে বেশি দিতে হবে আন্দোলনকারীদেরই। এ সুযোগে আওয়ামী লীগই রাজনৈতিক সুবিধা নেবে। ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে হবে এবং ভারতীয় ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হবে।’
অন্যদিকে, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন জুলাই অভ্যুত্থনে আহত ছাত্র-জনতা। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি এবং “জুলাই সনদ চাই” স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ চত্বর। অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট।