নেপাল ভ্লগে মুগ্ধ তাসনুভা তিশা: “রিপন ভাইকে জাস্ট ভালোবাসি!”

সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও চর্চায় উঠে এসেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। নেপাল ভ্রমণ ঘিরেই এবার আলোচনার কেন্দ্রে তিনি। সম্প্রতি নেপালে ঘুরে বেড়ানোর একাধিক ভ্লগ প্রকাশ করেছেন রিপন মিয়া, যা ভাইরাল হয়ে গেছে ইউটিউব ও ফেসবুকে। এই ভ্লগে তার সাবলীল উপস্থাপনা, নিজস্ব ভাষাভঙ্গি এবং সরল-সজ্জ্বন আচরণে মুগ্ধ হচ্ছেন নেটিজেনরা।
এই ভ্লগগুলোর প্রশংসায় এবার মুখ খুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। রিপনের ভ্লগ দেখে তিনি বলেন,
“এতো সুন্দর ভ্লগ আমি আমার জীবনে দেখিনি। আমি জাস্ট এই লোকটাকে ভালোবাসি। রিপন ভাই এত জেনুইন কীভাবে হয়, আল্লাহ জানে।”
রিপনের জনপ্রিয় কিছু সংলাপ যেমন, “লাম্পা একটা ঘুম দিয়া লাইছি”, গাড়ির মধ্যে হামাইলাম”, “ঘুমতে উডলে একটা রঙ চা না খাইলে মাতার গিট্টুডি খুলে না”, “এরপর আমি একটা চিনির প্যাকেট খুললাম”— এসব এখন তিশার মুখেও মুখরিত।
তিনি আরও বলেন,
“এতো সুন্দর ডায়লগ কিভাবে দেয় মানুষ! ওনাকে এতো ন্যাচারাল লাগে, তা বলে বোঝানো যাবে না।”
রিপন মিয়ার সহজ-সরল অথচ আকর্ষণীয় উপস্থাপন ভঙ্গি এখন কেবল সাধারণ দর্শকদের নয়, বিনোদন অঙ্গনের তারকাদেরও মন জয় করছে। তাসনুভা তিশার এমন উচ্ছ্বাসপ্রকাশে এটা পরিষ্কার, রিপনের কনটেন্টের আবেদন দিন দিন আরও বহুগুণে বাড়ছে।