নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই মেসির জোড়া অ্যাসিস্ট

লিওনেল মেসি : ছবি-সংগৃহীত
নিষেধাজ্ঞা থেকে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্সে আলো ছড়ালেন লিওনেল মেসি। জোড়া অ্যাসিস্টে দলকে এনে দিলেন ২-১ গোলের জয়। পাশাপাশি রদ্রিগো ডি পল-এর জন্যও ছিল স্বপ্নময় অভিষেক, জয় দিয়েই শুরু হলো তার ইন্টার মায়ামি অধ্যায়।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে লিগ কাপের এই ম্যাচে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও অ্যাটলাস। প্রথমার্ধে গোল না হলেও দ্বিতীয়ার্ধে জমে ওঠে ম্যাচের উত্তেজনা।
ম্যাচের প্রধান মুহূর্তগুলো ৫৭ মিনিটে সেগোভিয়ার গোলে মায়ামি এগিয়ে যায়, আর তাতে বড় অবদান ছিল মেসির নিখুঁত পাসের। ৮০ মিনিটে রিভালদো লোজানো বক্সের ভেতরে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে গোল করে অ্যাটলাসকে সমতায় ফেরান (১-১)। তবে নির্ধারিত সময়ের শেষদিকে, মেসির বুদ্ধিদীপ্ত অ্যাসিস্টে ম্যাচের জয়সূচক গোলটি করেন মার্সেলো ‘চেলো’ ভিগান্ট। যদিও প্রথমে অফসাইডের পতাকা ওঠে, পরে VAR গোলটি বৈধ ঘোষণা করে।
এর ফলে লিগ কাপের প্রথম ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় ইন্টার মায়ামি।
মেসি পেলেন মাসসেরা খেলোয়াড়ের স্বীকৃতি এই ম্যাচে ফেরার আগেই MLS মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন লিওনেল মেসি। জুলাই মাসজুড়ে তিনি করেছেন ৮টি গোল ও ৫টি অ্যাসিস্ট, যা তার ফর্মের ধারাবাহিকতা প্রমাণ করে।
উল্লেখ্য, অল-স্টার ম্যাচে না খেলার কারণে মেসি ও জর্দি আলবা এক ম্যাচের নিষেধাজ্ঞায় ছিলেন। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচেই জাদুকরী পারফরম্যান্সে আবারো আলো ছড়ালেন মেসি।