নারী আসন বাড়ানোসহ ১৪ বিষয়ে ঐকমত্য: জানালেন আলী রীয়াজ

ড. আলী রীয়াজ : ছবি-সংগৃহীত
সংসদে নারী আসন বৃদ্ধি ও অন্যান্য সাংবিধানিক সংস্কার নিয়ে ১৪টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। বুধবার (৩১ জুলাই) কমিশনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “নারী আসন ৫০ থেকে ১০০-তে উন্নীত করার প্রস্তাবে প্রায় সব দল একমত হয়েছে। যদিও দু-একটি দল ‘নোট অভ ডিসেন্ট’ দিয়েছে, তারপরও নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির ব্যাপারে একটি যৌথ সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে।”
নারী আসনের মেয়াদ ও প্রতিনিধিত্বে পরিবর্তন আলী রীয়াজ আরও বলেন, সংবিধান সংশোধন করে বর্তমান সংরক্ষিত নারী আসন বহাল রাখা হবে। এছাড়া, জাতীয় সংসদে ন্যূনতম ৩৩% নারী প্রতিনিধিত্ব না হওয়া পর্যন্ত ৫% নারী সদস্য মনোনয়নের বিধান অব্যাহত থাকবে। সংরক্ষিত নারী আসনের মেয়াদ ২০৪৩ সাল পর্যন্ত বাড়ানোর বিষয়েও ঐকমত্য হয়েছে।
প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় সংশোধনী প্রস্তাব তিনি জানান, প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি যেন প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ দিতে না পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও উত্থাপিত হয়েছে।
আলোচনার সময়সীমা ও পরবর্তী কার্যক্রম আলী রীয়াজ জানান, “আগামীকাল বৃহস্পতিবার (১ আগস্ট) বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আশা করছি, ৩১ জুলাইয়ের মধ্যে সব আলোচনার প্রাথমিক পর্ব শেষ করা সম্ভব হবে।” ইতোমধ্যে ঐকমত্য হওয়া বিষয়গুলো সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে বলে তিনি জানান।